কলকাতা, 15 জুন:এবার সত্যিই শেষের পথে 'মেয়েবেলা' । টলিপাড়ায় অনেকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন ছিল । সন্ধ্যা সাড়ে সাতটার স্লট থেকে সরিয়ে বিকেল পাঁচটায় নিয়ে আসা হয় ধারাবাহিকটিকে । যে সময়ে বেশিরভাগ চাকরিজীবী মহিলাই বাড়িতে ফেরেন না । তাঁদের একটা বড় অংশ এই ধারাবাহিকের দর্শক । সবাই আবার অ্যাপ দেখতেও অভ্যস্ত নয়। ওদিকে বীথির চরিত্রটি অতিমাত্রায় নেগেটিভ হওয়ায় ধারাবাহিক থেকে সরে যান রূপা গঙ্গোপাধ্যায় । এই নিয়ে সাংবাদিক বৈঠকও করে নিজের সরে যাওয়ার কারণ স্পষ্টও করেন তিনি ।
অন্যদিকে, ধারাবাহিকের লেখিকার বক্তব্য ছিল, "অভিনেত্রী নিজের চরিত্র সম্বন্ধে সবটা জেনেই চরিত্রটা করতে রাজি হয়েছিলেন । আমাদের কাছে প্রমাণ আছে । তা হলে কেন মাঝপথে ইউনিটকে সমস্যায় ফেলে ছেড়ে দিলেন?" এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলেও তা বেশিদূর গড়ায়নি । দুই তরফের ভুল বোঝাবুঝি এখন নেই বললেই চলে । রূপাও ফের কাজ করতে চান এই ইউনিটের সঙ্গে । ইউনিটও আগ্রহী এমন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে ।
Bengali Serial Meyebela: বিদায়ের সুর 'মেয়েবেলা'য়, শেষ দিনের শ্যুটিংয়ে ডোডোর ঠাম্মার চোখে জল - Bengali Serial Meyebela
এবার শেষের পথে ধারাবাহিক 'মেয়েবেলা' । 23 জুন হবে শেষ পর্ব সম্প্রচারিত হবে ৷ শেষ হল সেই পর্বের শ্য়ুটিং ৷
শ্যুটিং শেষ মেয়েবেলার
আরও পড়ুন:নায়ক নন, সাধারণের মতো বলেই হিট একেন ; একান্ত সাক্ষাৎকারে দাবি অনির্বাণের
দেবিকা মুখোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "কারণটা আমার ঠিক জানা নেই । অনেকদিন আগেই জেনেছিলাম । কারণটা জানা ছিল না । তাই কিছুই বলতে পারব না । তবে অনেক স্মৃতি । শেষদিনের শ্যুটিংয়ে চিত্রাদি খুব কাঁদছিলেন । তাই মনটা ভালো নেই আমাদের । ওনার তো বয়স হয়েছে । তাই বলছেন, আর কারোর সঙ্গে দেখা হবে কিনা জানি না । এগুলো বড় দাগ কেটে যায় মনের ভিতরে ।"