কোলাপুর (মহারাষ্ট্র), 13 নভেম্বর: দুর্ঘটনায় প্রাণ হারালেন মারাঠী টিভি সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব(Marathi Actress Kalyani Kurale Jadhav Dies)৷ 'তুঝইয়াত জীবন রঙ্গলা'(Tuzhyat Jeevan Rangala) নামক সিরিয়ালে অভিনয়ের জন্য বিখ্যাত হন তিনি ৷ শনিবার গভীর রাতে কোলাপুর সাংলি হাইওয়ের হালোন্দির কাছে একটি দুর্ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর ৷
জানা গিয়েছে, হালোন্দির সাংলি ফাটায় অবস্থিত তাঁর রেস্তোরাঁ 'প্রেমাচি ভাকরি' (Premachi Bhakri) থেকে বাড়ির ফেরার পথে দ্রুতগামী একটি ডাম্পার (কংক্রিট মিক্সার ট্রাক্টর) তাঁকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷