পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kalyani Kurale Jadhav: ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর - কল্যাণী কুরালে যাদব

নিজের রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় মারাঠী অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব (Kalyani Kurale Jadhav)৷ ঠিক কী হয়েছিল শনিবার রাতে ?

Etv Bharat
ডাম্পারের ধাক্কায় মৃত্যু মারাঠী সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর

By

Published : Nov 13, 2022, 9:56 PM IST

Updated : Nov 13, 2022, 11:03 PM IST

কোলাপুর (মহারাষ্ট্র), 13 নভেম্বর: দুর্ঘটনায় প্রাণ হারালেন মারাঠী টিভি সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব(Marathi Actress Kalyani Kurale Jadhav Dies)৷ 'তুঝইয়াত জীবন রঙ্গলা'(Tuzhyat Jeevan Rangala) নামক সিরিয়ালে অভিনয়ের জন্য বিখ্যাত হন তিনি ৷ শনিবার গভীর রাতে কোলাপুর সাংলি হাইওয়ের হালোন্দির কাছে একটি দুর্ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর ৷

জানা গিয়েছে, হালোন্দির সাংলি ফাটায় অবস্থিত তাঁর রেস্তোরাঁ 'প্রেমাচি ভাকরি' (Premachi Bhakri) থেকে বাড়ির ফেরার পথে দ্রুতগামী একটি ডাম্পার (কংক্রিট মিক্সার ট্রাক্টর) তাঁকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷

অভিনেত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ডাম্প চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ দুর্ঘটনার 22 ঘণ্টা আগে অভিনেত্রী কল্যাণী(Kalyani Kurale Jadhav)তাঁর স্যালাড খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন ৷

আরও পড়ুন :সদ্যোজাত কন্যার ছবি দিয়ে নাম জানালেন বিপাশা ও করণ

Last Updated : Nov 13, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details