মুম্বই, 22 সেপ্টেম্বর: এর আগে 'ফেম গেম' সিরিজের মাধ্য়মে ওটিটি পা রেখেছিলেন 'ডান্স ডিভা' মাধুরী দীক্ষিত ৷ আর পা রেখেই তিনি জয় করে নিয়েছিলেন দর্শকদের মন ৷ তাঁর অভিনয় এবং সৌন্দর্যে ফের একবার মোহিত হয়ে পড়েছিল নেটিজেনরা ৷ এবার ফের ওটিটি-তে আসছে মাধুরীর নতুন কাজ ৷ ছবির নাম 'মজা মা' (Madhuri Dixit Starrer Maja Ma) ৷ এই ছবিতে একজন গৃহবধূর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে(Maja Ma trailer is out now) ৷
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ ট্রেলার শুরু হয় মাধুরীর অনস্ক্রিন পুত্রের বয়ান দিয়ে(Madhuri Dixit New Film Maja Ma) ৷ তার চোখ দিয়েই সকলে দেখেন এই পরিবারের গল্প ৷ এখানে মাধুরী যেমন একজন গৃহবধূ তার সঙ্গে তিনি নাচও ভীষণ ভালবাসেন ৷ মায়ের এই সুন্দর রঙিনভাবে জীবনকে দেখার চেষ্টা, নারী স্বাধীনতার বোধই কাল হয়ে দাঁড়াবে ছেলের বিয়ের ক্ষেত্রে? কারণ ট্রেলারে সেরকমই আভাস রয়েছে কিছু ক্ষেত্রে ৷ ছেলের ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেস্তে যেতে বসে মায়ের একটি ভিডিয়োর জন্য় ৷ এরপর কোনদিকে গড়াবে কাহিনি সেই গল্পই বলবে এই ছবি ৷