হায়দরাবাদ, 1 অগস্ট:মঙ্গলবার সামনে এল নতুন সিরিজ 'মেড ইন হেভেন 2'-এর ট্রেলার ৷ এর আগে প্রথম মরশুমে যথেষ্ট সাড়া ফেলেছিল সিরিজটি ৷ দ্বিতীয় মরশুমেও থাকছে নানা চমক ৷ এক ঝাঁক পরিচিত অভিনেতা-অভিনেত্রী তো বটেই পাশাপাশি এই সিরিজের প্লটটিও বেশ অন্যরকম হতে চলেছে বলে জানা গিয়েছে ৷
সিরিজের অন্যতম অভিনেত্রী শোভিতা ধুলিপালা ট্রেলারটি শেয়ার করেছেন ৷ একইসঙ্গে তিনি লিখেছেন, "স্বপ্নের বিয়ের পরিকল্পনায় একের পর এক গোলমাল দেখা দিতে থাকে ৷" ট্রেলার দেখে খুশি ভক্তরা ৷ কেউ লিখেছেন, " এটারই অপেক্ষায় ছিলাম !" আবার কেউ লিখেছেন, "এমন একটি গল্পের জন্য অপেক্ষা করাই যায় ৷"
সিরিজের কাহিনি তৈরি হয়েছে দিল্লির দু'জন ওয়েডিং প্ল্যানারকে নিয়ে ৷ বিয়ে মানেই নানা গল্পের জড়িয়ে থাকা ৷ একটি বিয়েক ঘিরে কীভাবে প্রাচীন এবং নবীনের দ্বন্দ্ব তৈরি হয় তাই নিয়েই গড়ে উঠেছে গল্পটি ৷ বিয়ের এমনই সব 'চুপকথা' উঠে আসবে সাত পর্বের সিরিজে ৷ অভিনয় করছেন শোভিতা ধুলিপালা, রাধিকা আপ্তে, কল্কি কোচেইন, শশাঙ্ক আরোরা, জিমি সরভ, বিজয় রাজের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷
আরও পড়ুন:50 কোটির ক্লাবে রকি আর রানির গল্প, দেখে নিন চতুর্থ দিনের রিপোর্ট
সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী 10 অগস্ট ৷ এই কাহিনিতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকেও ৷ সম্প্রতি রাজকীয় বেশে একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি ৷ আর আজ তাঁর জন্মদিনেই সামনে এল সিরিজের ট্রেলার ৷ 'মেড ইন হেভেন 2'-এর প্রযোজনার দায়িত্বে জোয়া আখতার এবং রিমা কাগাতির টাইগার বেবি ফিল্মস ও এক্সেল মুভিজ ৷