পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Looks of Devi Dasha Mahavidya সামনে এল দেবী দুর্গার দশ অবতারের দশ রূপ - সামনে এল দেবী দুর্গার দশ অবতারের দশ রূপ

মহালয়ার দিনে প্রথমবার দেবী দুর্গার সাজে ছোটপর্দায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta as Devi Durga) ৷ অনুষ্ঠানে দেবীর দশ অবতার ফুটে উঠবে নানান অভিনেত্রীর হাত ধরে ৷ দেবী দুর্গার অন্যান্য অবতারে এই চ্যানেলে দেখা যাবে জনপ্রিয় সব অভিনেত্রীদের । সামনে এল সবার লুক (Looks of Devi Dasha Mahavidya)৷

Looks of Devi Dasha Mahavidya
সামনে এল দেবী দুর্গার দশ অবতারের দশ রূপ

By

Published : Aug 24, 2022, 9:52 AM IST

কলকাতা, 24 অগস্ট: রথযাত্রার পর খুঁটি পুজো শেষ মানেই পুজোর বাদ্যি বেজে গিয়েছে । বাঙালি এখন দিন গুনছে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে ৷ এবারের পুজো শুরু বেশ খানিকটা তাড়াতাড়িই । দুর্গাপুজো ঘিরে বাঙালির উন্মাদনা রন্ধ্রে রন্ধ্রে । একইসঙ্গে এই উন্মাদনা আছে মহালয়ার ক্ষেত্রেও । কারণ মহালয়ায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ না হলে পুজো শুরু হয়েছে বলেই মনেই হয় না বাংলার (Special Program for Mahalaya)৷

একইসঙ্গে টেলিভিশনের পর্দায় পছন্দের নায়িকাদের দেবী রূপে দেখতে আগ্রহের অন্ত থাকে না দর্শকের । নেট জমানায় কে কোন চ্যানেলে কোন রূপে ধরা দেবেন, তা দর্শকের দৃষ্টিগোচর হয় সহজেই । এরপর অপেক্ষা থাকে টিভিতে তাঁদের পারফর্ম্যান্স দেখার । এই প্রথমবার টেলিভিশনের পর্দায় দুর্গারূপে ধরা দেবেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta as Devi Durga)। নিজের এই নতুন অবতার নিয়ে বেশ আপ্লুত তিনি ।

ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও দেবী দুর্গার অন্যান্য অবতারে এই চ্যানেলে দেখা যাবে জনপ্রিয় সব অভিনেত্রীদের (Looks of Devi Dasha Mahavidya)। দেবী কমলার রূপে ডোনা ভৌমিক, দেবী বগলার চরিত্রে তিতিক্ষা দাস, দেবী ভুবনেশ্বরীর চরিত্রে অদ্রিজা রায়, দেবী ত্রিপুরাসুন্দরীর চরিত্রে দেবলীনা দত্ত, দেবী ভৈরবীর চরিত্রে রিমঝিম মিত্র, দেবী কালীর চরিত্রে শ্রুতি দাস, দেবী ছিন্নমস্তার চরিত্রে দেবাদৃতা বসু, দেবী তারার চরিত্রে সংঘমিত্রা তালুকদার, দেবী মাতঙ্গীর চরিত্রে ঐন্দ্রিলা শর্মা এবং দেবী ধূমাবতীর চরিত্রে থাকছেন স্বৈরিতী বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:জলসায় ফের করোনার হানা, দ্বিতীয়বার কোভিড আক্রান্ত অমিতাভ

ইতিমধ্যেই হাজির হয়েছে 'দেবী দশমহাবিদ্যা' নামক এই অনুষ্ঠানের দু'টি প্রোমো (Devi Dasha Mahavidya)। এখন প্রথমবার দেবী দুর্গার চরিত্রে ঋতুপর্ণাকে কেমন মানায়, তা দেখতেই মুখিয়ে আছেন সকলে ৷ প্রসঙ্গত এই চ্যানেলেই সম্প্রতি শুরু হয়েছে ধারাবাহিক 'ক্যানিং-এর মিনু' এবং 'ইন্দ্রাণী'। তাহলে 'দেবী দশমহাবিদ্যা' ছোটপর্দায় আসছে কবে ? আগামী 25 সেপ্টেম্বর ভোর 5টায় চোখ রাখতে হবে টিভির পর্দায় ।

ABOUT THE AUTHOR

...view details