কলকাতা, 17 মার্চ:'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে এই সপ্তাহে থাকছে দারুণ চমক । প্রতিযোগীদের উৎসাহ দিতে মঞ্চে হাজির থাকবেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি । কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির জুটির বহু গান সমৃদ্ধ করেছে বলিউডকে । তালিকায় রয়েছে 'আজ ম্যায় উপর আসমা নীচে', 'রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম', 'আখোঁ কি গুস্তাখিয়া মাফ হো'র মতো অজস্র জনপ্রিয় গান। এই ধরনের গান মানুষের হৃদয়ে প্রেমের দোলা জাগিয়েছিল একটা সময়ে । বলতে দ্বিধা নেই, আজও এই সমস্ত গানের জনপ্রিয়তা মোটের উপর অটুট (Kumar Sanu And Kavita in Super Singer)।
'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে এই সপ্তাহে এসে সেই সব সোনালী দিনের জনপ্রিয় সব গান শোনাবেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি । শুধু তাই নয়, তাঁদের সেই সব গান তাঁদের সামনেই তুলে ধরবেন প্রতিযোগীরা । একটা সময়ে যে সব গান গেয়ে আমজনতার মনে ঝড় তুলেছিলেন যে দু'জন শিল্পী তাঁদের সামনে দাঁড়িয়ে তাঁদেরই গান গাইতে বেশ সাহসের দরকার হয় । সেই সাহস রয়েছে এবারের প্রতিযোগীদের । জোরকদমে চলছে অনুশীলন । নিজেদের প্রমাণ করতে এক প্রকার মরিয়া প্রত্যেকে । আর মাত্র এক দিনের অপেক্ষা ।
18 এবং 19 মার্চের পর্বে আসছে সেই সব চমক । 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-র মঞ্চে বিচারকের আসনে ছিলেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম । এবার এই প্যানেলে রয়েছেন মোনালি ঠাকুর, রূপম ইসলাম, শান । এবার অতিথি হিসেবে হাজির থাকবেন কুমার শানু । আর সঙ্গে আসছেন কবিতা কৃষ্ণমূর্তি ।