পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Super Singer Season Four: সুপার সিঙ্গারের মঞ্চে আসছেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি - Sanu And Kavita Krishnamurthy in Super singer

কুমার শানু আর কবিতা কৃষ্ণামূর্তির জুটি মানেই একের পর এক হিট গান (Kumar Sanu And Kavita in Super Singer)৷ এবার সুপারসিঙ্গােরের মঞ্চেও জমবে দু'জনের আসর ৷

Super singer season four
সুপার সিঙ্গারের মঞ্চে আসছেন শানু এবং কবিতা

By

Published : Mar 17, 2023, 2:05 PM IST

কলকাতা, 17 মার্চ:'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে এই সপ্তাহে থাকছে দারুণ চমক । প্রতিযোগীদের উৎসাহ দিতে মঞ্চে হাজির থাকবেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি । কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির জুটির বহু গান সমৃদ্ধ করেছে বলিউডকে । তালিকায় রয়েছে 'আজ ম্যায় উপর আসমা নীচে', 'রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম', 'আখোঁ কি গুস্তাখিয়া মাফ হো'র মতো অজস্র জনপ্রিয় গান। এই ধরনের গান মানুষের হৃদয়ে প্রেমের দোলা জাগিয়েছিল একটা সময়ে । বলতে দ্বিধা নেই, আজও এই সমস্ত গানের জনপ্রিয়তা মোটের উপর অটুট (Kumar Sanu And Kavita in Super Singer)।
'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে এই সপ্তাহে এসে সেই সব সোনালী দিনের জনপ্রিয় সব গান শোনাবেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি । শুধু তাই নয়, তাঁদের সেই সব গান তাঁদের সামনেই তুলে ধরবেন প্রতিযোগীরা । একটা সময়ে যে সব গান গেয়ে আমজনতার মনে ঝড় তুলেছিলেন যে দু'জন শিল্পী তাঁদের সামনে দাঁড়িয়ে তাঁদেরই গান গাইতে বেশ সাহসের দরকার হয় । সেই সাহস রয়েছে এবারের প্রতিযোগীদের । জোরকদমে চলছে অনুশীলন । নিজেদের প্রমাণ কর‍তে এক প্রকার মরিয়া প্রত্যেকে । আর মাত্র এক দিনের অপেক্ষা ।

কুমার শানু এবং কবিতা কৃষ্ণামূর্তির গানে গানে এবার দোলা লাগবে সুপারসিঙ্গােরের মঞ্চে

18 এবং 19 মার্চের পর্বে আসছে সেই সব চমক । 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-র মঞ্চে বিচারকের আসনে ছিলেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম । এবার এই প্যানেলে রয়েছেন মোনালি ঠাকুর, রূপম ইসলাম, শান । এবার অতিথি হিসেবে হাজির থাকবেন কুমার শানু । আর সঙ্গে আসছেন কবিতা কৃষ্ণমূর্তি ।

আরও পড়ুন:স্বরা ফহাদের রিসেপশনে হাজির রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল

চ্যানেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এদিনের এপিসোডে বাড়তি চমক হিসেবে থাকবে কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির জনপ্রিয় গানের সঙ্গে চোখ ধাঁধানো ডান্স পারফরম্যান্স। সুতরাং এই এপিসোড মিস করলে চলবে না দর্শককে। এই বিশেষ পর্ব দেখতে হলে এই সপ্তাহের শনি ও রবিবার চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details