হায়দরাবাাদ, 4 অক্টোবর:করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ' যতই বিতর্কিত হোক না কেন এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আর তাই এবার এই অনুষ্ঠানের নতুন মরশুম নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক করণ ৷ বুধবার মুক্তি পেল তাঁর এই শোয়ের অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ আর সেখানে নিজের সমালোচনা করতেও পিছপা হলেন না সঞ্চালক ৷ ভিডিয়োতে দেখা মিলল দু'জন করণের ৷ আর স্যুটেড বুটেড করণকে দেখানো হল সঞ্চালকেরই বিবেক হিসাবে ৷
সেখানে বিবেক করণের এই শো নিয়ে যথেষ্ট কড়া সমালোচনা করলেন ৷ তিনি এও জানালেন, করণের শোয়ের আগের মরশুমটিকে 'কোল্ড কফি উইথ করণ' বলা উচিত ৷ তিনি এও অভিযোগ তোলেন, করণ নাকি শোয়ের চেয়ে বেশি মনোযোগ দিয়েছেন চশমা বিক্রি করতে ৷ এক পর্যায়ে এসে করণের বিবেক তাঁকে এও বলেন, "50 বছরের একজন ব্যক্তি 20 বছরের একজনের যৌনজীবন নিয়ে চর্চা করছে এটা কি অর্থহীন বিষয় নয় ৷" শুধু তাই নয়, করণের যৌনজীবন নিয়েও প্রশ্ন তোলেন এই ব্যক্তি ৷