পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Koel Mallick: ছোট পর্দায় দেব-কোয়েল জুটি - ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি

ছোট পর্দায় ফের জুটিতে দেখা যাবে দেব ও কোয়েল মল্লিককে ৷ 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'তে (Dance Dance Junior Season 3) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় সপ্তাহে উপস্থিত থাকছেন কোয়েল (Koel Mallick)৷

Koel Mallick to appear in Dance Dance Junior Season 3
ছোট পর্দায় দেব-কোয়েল জুটি

By

Published : Dec 1, 2022, 7:43 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর:'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'তে (Dance Dance Junior Season 3) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় সপ্তাহে মঞ্চে হাজির থাকবেন কোয়েল মল্লিক (Koel Mallick)৷ গত সপ্তাহে এই মঞ্চে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । প্রসেনজিতের মতো কোয়েলেরও এই মঞ্চে আগমন ঘটতে চলেছে দ্বিতীয়বার ।

এক মঞ্চে দেব, কোয়েল মানেই সেখানে নাচ ভরপুর । এই সপ্তাহেও দেব এবং কোয়েলকে দেখা যাবে সেরকমই আমেজে । ছোটদেরকে নাচে উৎসাহ দিতে প্রায় প্রতি সপ্তাহেই হাজির থাকেন তারকারা । তার উপরে শুরু হয়েছে ঝাড়াই বাছাইয়ের চূড়ান্ত পর্ব । কোয়ার্টার ফাইনালের পর আসবে সেমি ফাইনাল আর তারপর ফাইনাল । সুতরাং চুড়ান্ত পর্বের ঘণ্টা বেজে গিয়েছে । টানটান উত্তেজনায় এগিয়ে চলেছে প্রতেকটি পর্ব । ইতিমধ্যেই বিচারকমণ্ডলী চোখের জলে বিদায় জানিয়েছেন কয়েকজনকে । সবার মধ্যেই এখন টিকে থাকার লড়াই শুরু হয়ে গিয়েছে ।

ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রিতে কোয়েল

আরও পড়ুন:কবে বড় পর্দায় শ্যাম বাহাদুরের কাহিনি, জানালেন ভিকি

দেবের সঙ্গে এ দিন মঞ্চে জনপ্রিয় গানে নাচবেন কোয়েল মল্লিক । দর্শকের কাছে তা নিঃসন্দেহে আগ্রহের । বাকিটা জানতে হলে দেখতে হবে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি' । এই বিশেষ পর্ব 3 এবং 4 ডিসেম্বর রাত সাড়ে 9 টায় ৷

ABOUT THE AUTHOR

...view details