মুম্বই, 16 জুলাই: বিগ বস-15 ৷ এই জনপ্রিয় শো'য়ের সৌজন্যেই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন দু'জনে ৷ পাশাপাশি, বিগ বসের ঘরই করণ-তেজস্বীর প্রেমের সূত্রধর ৷ সে সময় এই লাভ বার্ডসকে অনেকেই বলতেন 'পাওয়ার কাপল' ৷ এরপর যতই দিন গড়িয়েছে ততই করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ লাইমলাইটে এসেছেন আরও বেশি করে। ইন্ডাস্ট্রিতে তেজরাণ নামেই সকলের কাছে এই 'পাওয়ার কাপল'। সম্প্রতি দু'জনকে মুম্বইয়ের একটি মন্দিরে দেখা গেল একসঙ্গে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের ভিডিয়ো। মন্দিরে তাঁদের একসঙ্গে পুজো দিতে দেখা গিয়েছে ৷
ভিডিয়োয় মন্দিরের একটি গাছকে কেন্দ্র করে ঘুরতে দেখা গিয়ছে ৷ পুজোর সামগ্রী ছিল করণের হাতে ৷ বরাবরের মতো নজরকাড়া লাগছিল দু'জনকে ৷ ভিডিয়োয় করণকে দেখা গিয়েছে নেভি গ্রিন টি-শার্ট এবং নীল শর্টসে ৷ অন্যদিকে তেজস্বী প্রকাশকে একটি রঙিন টপ এবং ডেনিম জিন্সে দেখা গিয়েছে ৷ করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশকে একসঙ্গে মন্দিরে পুজো দিতে দেখে ভক্তরা স্বভাবতই ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন।
কেউ মন্তব্য করেছেন, 'ইভিল আই অফ' অর্থাৎ কারও খারাপ নজর যেন না-লাগে ৷ একইসঙ্গে আরও এক ভক্ত লিখেছেন, 'মেড ফর ইচ আদার'। আরেক ভক্ত লিখেছেন, 'ঈশ্বর যেন তাঁদের সব ইচ্ছে পূরণ করেন।' সেইসঙ্গে অনুরাগীরা এই পাওয়ার কাপলকে দেখে লাইকের বন্যায় ভরিয়ে দিয়েছেন ৷ ধীরে ধীরে সম্পর্কের বাঁধন যত মজবুত হয়েছে ভক্তদের মনের মণিকোঠায় প্রিয় জুটি হিসেবে জায়গা করে নিয়েছে তেজরাণ। তাঁদের প্রেমের গল্পের প্রতিটি মুহূর্তের আপডেট জানতে উৎসুক হয়ে থাকেন অনুরাগীরা।
গত 10 জুন ছিল তেজস্বী প্রকাশের জন্মদিন ৷ তার ঠিক আগে বার্থডে গার্লের মা-বাবাকে নিয়ে প্রেমিকার প্রাক জন্মদিন সেলিব্রশন করতে মুম্বইয়ের রেস্তোরাঁয় পৌঁছে গিয়েছিলেন করণ। গাড়ি থেকে নামতেই হবু শাশুড়ি-শ্বশুরমশাইয়ের সঙ্গে পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হয়েছিলেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি। রেস্তোরাঁয় পৌঁছে প্রেমিক করণ জন্মদিনের শুভেচ্ছা জানান বার্থডে গার্ল তেজস্বী প্রকাশকে। তেজরাণের সম্পর্কের কথা আজ সকলেরই জানা। তাঁরাও চুটিয়ে প্রেম করেন কোনওরকম রাখঢাক ছাড়াই।
আরও পড়ুন:'25-30টা ছবি বানালে তিন চারটে সার্কাসের মতো হবে', ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রোহিত