মুম্বই, 20 অক্টোবর: বিগ বস 16-এর (Bigg Boss 16) ফ্রাইডে স্পেশাল এপিসোডের (Friday special episode) উপস্থাপনায় দেখা যাবে না সলমন খানকে (Salman Khan)৷ তাঁর পরিবর্তে এই দায়িত্ব পালন করবেন চিত্রনির্মাতা করণ জোহর (Karan Johar)৷
'উইকেন্ড কা ওয়ার' (Weekend ka Vaar) এপিসোডে প্রতিযোগীদের সঙ্গে নানা আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায় বলিউডের (Bollywood) সুলতানকে ৷ প্রতিযোগীদের গেম প্ল্যান কী হওয়া উচিত, তাঁদের আর কী কী করা উচিত - এমন নানা পরামর্শও দেন তিনি ৷ কাজেই সেই জায়গায় শুক্রবারের স্পেশাল এপিসোডে করণ জোহর কীভাবে প্রতিযোগীদের হ্যান্ডেল করেন, সে দিকেই নজর থাকবে দর্শকদের ৷ এর আগে বিগ বস ওটিটি-তে (Bigg Boss OTT) উপস্থাপনা করেছেন করণ জোহর ৷ কাজেই এ বার বিগ বসের আসরে তাঁর উপস্থাপনা নিঃসন্দেহে বাড়তি চমক ৷ সলমন খানকে শনিবারের 'উইকেন্ড কা ওয়ার' এপিসোডে ফের দেখা যাবে ৷