পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Karan Johar: বিগ বস 16-এ শুক্রবারের স্পেশাল এপিসোডে সলমনের জায়গায় করণ

বিগ বস 16-এর (Bigg Boss 16) ফ্রাইডে স্পেশাল এপিসোডে (Friday special episode) সলমন খানের (Salman Khan) পরিবর্তে উপস্থাপনা করবেন চিত্রনির্মাতা করণ জোহর (Karan Johar)৷

karan-johar-to-host-the-friday-special-episode-of-bigg-boss-16
বিগ বস 16-এ শুক্রবারের স্পেশাল এপিসোডে সলমনের জায়গায় করণ

By

Published : Oct 20, 2022, 7:09 PM IST

মুম্বই, 20 অক্টোবর: বিগ বস 16-এর (Bigg Boss 16) ফ্রাইডে স্পেশাল এপিসোডের (Friday special episode) উপস্থাপনায় দেখা যাবে না সলমন খানকে (Salman Khan)৷ তাঁর পরিবর্তে এই দায়িত্ব পালন করবেন চিত্রনির্মাতা করণ জোহর (Karan Johar)৷

'উইকেন্ড কা ওয়ার' (Weekend ka Vaar) এপিসোডে প্রতিযোগীদের সঙ্গে নানা আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায় বলিউডের (Bollywood) সুলতানকে ৷ প্রতিযোগীদের গেম প্ল্যান কী হওয়া উচিত, তাঁদের আর কী কী করা উচিত - এমন নানা পরামর্শও দেন তিনি ৷ কাজেই সেই জায়গায় শুক্রবারের স্পেশাল এপিসোডে করণ জোহর কীভাবে প্রতিযোগীদের হ্যান্ডেল করেন, সে দিকেই নজর থাকবে দর্শকদের ৷ এর আগে বিগ বস ওটিটি-তে (Bigg Boss OTT) উপস্থাপনা করেছেন করণ জোহর ৷ কাজেই এ বার বিগ বসের আসরে তাঁর উপস্থাপনা নিঃসন্দেহে বাড়তি চমক ৷ সলমন খানকে শনিবারের 'উইকেন্ড কা ওয়ার' এপিসোডে ফের দেখা যাবে ৷

আরও পড়ুন:পরিচালক সাজিদ খান থেকে মিস ইন্ডিয়া মান্য সিং, 'বিগ বস'-এর ঘরে এবার থাকছে অনেক চমক

এ সপ্তাহের তিনজন মনোনীত প্রতিযোগী হলেন সুম্বল তৌকির খান, মান্য সিং ও শানিল ভানোট ৷ টিনা দত্ত এবং শালিন শোতে সবচেয়ে কম পারফর্ম করা প্রতিযোগী হিসেবে সুম্বলের নাম নিয়েছেন । কিন্তু আগের পর্বে শালিনকে দেখা গিয়েছে সুম্বলের সঙ্গে কথা বলতে এবং তাঁর সঙ্গে সুম্বলের আচরণের জন্য তিনি টিনাকে দায়ী করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details