পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KWK First Episode: 'রকির সঙ্গে ডেট করবে?' করণের কফির আড্ডায় জবাব দেবেন দীপিকা - করণের কফির নিমন্ত্রণে হাজির দীপবীর

আসছে করণ জোহরের টক শো 'কফি উইথ করণ'-এর নতুন মরশুমের প্রথম পর্ব ৷ আর এই পর্বে তাঁর অতিথি বলিউডের হট ডিভা দীপিকা পাড়ুকোন এবং হ্যান্ডসাম সুপারস্টার রণবীর সিং ৷ এই রিয়েল লাইফ জুটিকে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হবে? কিছু আভাস মিলল টিজারে ৷

KWK First Episode
করণের কফির নিমন্ত্রণে হাজির দীপবীর

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 4:08 PM IST

হায়দরাবাদ, 23 অক্টোবর: আসছে পরিচালক করণ জোহরের বিতর্কিত শো 'কফি উইথ করণ'-এর নতুন মরশুম ৷ অষ্টম মরশুমে অনেক নতুন চমক যে থাকছে তা আগেই জানিয়েছিলেন সঞ্চালক ৷ প্রোমোতে করণ হাজির হয়েছিলেন আত্মসমালোচনার ঢঙে ৷ দাবি করেছিলেন, এবার তাঁকে দেখা যাবে একেবারে নয়া অবতারে ৷ শোয়ের বিষয়তেও আসতে চলেছে বদল ৷ মঙ্গলবার সামনে এল শোয়ের প্রথম পর্বের ঝলক ৷

করণের সঙ্গে প্রথম পর্বে কফি আড্ডায় আসছেন বলিউডের হট কাপেল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ রণবীর ও দীপিকার সঙ্গে আড্ডার কিছু ঝলক এদিন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি ৷ ক্যাপশানে করণ লেখেন, "ওরা গর্জিয়াস এবং ওদের খেলায় ওরা সবার সেরা ৷ সত্যিই বলিউডের আভিজাত্যে ভরপুর এক জুটি ৷ কফি উইথ করণ-এর প্রথম সিজন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি ৷"

প্রথম পর্বের টিজারে রণবীরের কথা শুনেও বোঝা গেল থাকবে বেশ কয়েকটি নতুন চমক ৷ আর করণও ঝলমলে পোশাকের বদলে হাজির হলেন কালো রঙের ফরম্যাল স্যুটে ৷ তবে রণবীর-দীপিকা থাকবেন আর আসর জমবে না তাও কি হয়? ঠিক তেমন টিজারে রণবীরের কণ্ঠে শোনা গেল 'ঠারকি আঙ্কেল' কথাটি ৷ যদিও কথাটি ঠিক করণের উদ্দেশ্যে বলা হল কি না তা এদিন সঠিকভাবে বোঝা গেল না ৷ জানতে গেলে অপেক্ষা করতে হবে 26 অক্টোবর পর্যন্ত ৷

আরও পড়ুন:'তুমি আমার চিরন্তন গর্ব', বিরাট নিয়ে ভালোবাসার পোস্ট অনুষ্কার

কয়েক দিন আগেই করণ তাঁর ছবিতে নায়ক হিসাবে বেছে নিয়েছিলেন রণবীর সিংকে ৷ ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল রকি রান্ধাওয়া ৷ ছবিতে তাঁর নায়িকা ছিলেন রানি অর্থাৎ আলিয়া ৷ কিন্তু দীপিকা কি রকিকে ডেট করতে চান? এই প্রশ্নও দীপিকাকে করেছিলেন করণ ৷ জবাবটাও দীপিকা দিলেন মজার ছলেই ৷ তিনি বলেন, "আমি তো রকিকে আগেই বিয়ে করে বসে আছি ৷" এমনই হাসি মজায় ভরপুর নানান রংচং-এ প্রশ্নের সামনে পড়তে চলেছেন দীপবীর ৷ সোমবার এই শোয়ের কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশালে ৷ সেখানে দেখা গিয়েছিল শাহরুখ খানও কন্যা সুহানা খানকে নিয়ে আসবেন এবারের শোয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details