কলকাতা, 15 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। বিংশ শতকের সামাজিক অবস্থা উঠে আসবে এই ধারাবাহিকে ৷ এই ধারাবাহিকের নায়ক মাণিক থুড়ি সুকৃত সাহার পিসিমার চরিত্রে রয়েছেন শ্রীময়ী চট্টরাজ । ওদিকে জোকারের সাজে ধরা দিলেন কাঞ্চন মল্লিক । পর্বটি সম্প্রচারিত হবে 15 মার্চ । অর্থাৎ এক ধারাবাহিকে ধরা দিলেন শ্রীময়ী এবং কাঞ্চন (Kanchan Sreemoyee New Serial)৷
বেশ কিছুদিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল যে নতুন কোনও ধারাবাহিকে জুটি বাঁধতে পারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । অবশেষে সত্যি হল সেই গুঞ্জন ৷ দু'জনেই ধারাবাহিকের ব্যাপারে কুলুপ এঁটেছিলেন মুখে । তবে, এবার পর্দাফাঁস । অপেক্ষার অবসান । প্রোমোতে দেখা দিলেন কাঞ্চন । আর শ্রীময়ীকে তো শুরুর দিন থেকেই দেখা যাচ্ছে ধারাবাহিকে । সেখানে তাঁরা অবশ্য জুটিতে নেই । তবে, জোকারের রূপে কীভাবে রয়েছেন কাঞ্চন, তা ভাববার বিষয় তো বটেই ।
প্রসঙ্গত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাঝেই শ্রীময়ীর সঙ্গে নাম জড়ায় কাঞ্চনের । তাঁদের সম্পর্ক নিয়ে কয়েকদিন আগেই উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া । পিঙ্কির সঙ্গে কাঞ্চনের বিবাহবিচ্ছেদের মামলা আপাতত রয়েছে আদালতে ৷ তবে তার মাঝেই রিল লাইফে এক পর্দায় শ্রীময়ী এবং কাঞ্চন ৷ রিল লাইফে একটি ছবিতে স্বামী-স্ত্রী'র চরিত্রে অভিনয় করাকালীনই একে অপরের প্রেমে পড়েন পিঙ্কি এবং কাঞ্চন। এরপর বিয়ে । তাঁদের একটি পুত্র সন্তানও হয় ।