কলকাতা, 31 মে:পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বানিয়েছেন ওয়েব সিরিজ 'রক্তপলাশ' (Rakta Palash)। জঙ্গলমহল ও রাজনৈতিক প্রেক্ষাপটে আবর্তিত হয় এই ওয়েব সিরিজের গল্প । রহস্য দানা বাঁধে জঙ্গলমহলের এক রিসর্টে ।
ব্যস্ত শহর থেকে সেখানে ঘুরতে গিয়েছে 7 জন উচ্চমধ্যবিত্ত শ্রেণির মানুষ । এদের মধ্যে একজন আবার দেহ ব্যবসায়ী (Kamaleshwar Mukherjee's web series)। এরা এক রাতে সময় কাটায় হোটেলের লনে । হঠাৎই এক খেলায় মেতে ওঠে সবাই । উদ্যোক্তা হোটেলের মালিক । খেলায় সেই মালিক সকলের অতীত নিয়ে টানা হ্যাঁচড়া শুরু করে । বাঁধে বিরোধ । সকলের অতীতই পাপের রঙে রাঙা । কেবল দেহ ব্যবসায়ী ছাড়া । সে পেটের দায়ে এই পথে ।
ও দিকে খেলার মাঝেই ঘোরে গল্পের মোড় । এই 7 জন মানুষ আধাসামরিক বাহিনী ও একদল চরমপন্থীর সংঘাতের মাঝে পড়ে যায় । শুরু হয় বাঁচার লড়াই । চরমপন্থীদের হাতে পণবন্দি হয় তারা । কী হবে এই 7 জনের ? উত্তর মিলবে সিরিজে ।