নতুন ধারাবাহিক নিয়ে আড্ডায় জুন কলকাতা, 26 অগস্ট:পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পর এই মুহূর্তে খুশির হাওয়া টেলি পাড়ায় । ঠিক যেমন সেরা মায়ের পুরস্কার জিতে নিয়েছেন জুন মালিয়া । ওদিকে সেরা শাশুড়ি রূপাঞ্জনা মিত্র । বলতে দ্বিধা নেই, জুন শাসক গোষ্ঠীর প্রতিনিধি হলেও রূপাঞ্জনা নন । বরং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গলা চড়াতেই দেখা যায় তাঁকে নানা সময়ে । 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দীপার শাশুড়ি মায়ের চরিত্রটি দারুণ ফুটিয়ে তুলেছেন তিনি । তাই মাননীয়া মুখ্যমন্ত্রীও তাঁর ফ্যান হয়ে গিয়েছেন । জানা গিয়েছে এমনটাই ৷ অন্য়দিকে জুনও পেয়েছেন পুরস্কার ৷ সাদামাটা লুকে 'গাঁটছড়া' ধারাবাহিকে ঋদ্ধিমান সিংহরায়ের মায়ের ভূমিকায় জুন মালিয়া অনবদ্য । জানা গেল তাঁকে দেখা যাবে আরেকটি নতুন ধারাবাহিকেও ৷
রূপাঞ্জনা মিত্র 'অনুরাগের ছোঁয়া' নিয়ে ব্যস্ত থাকলেও জুন মালিয়া যে অন্য ফ্লোরেও যাতায়াত শুরু করেছেন তা জানা গেল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঠিক পরদিনই । কালো পোশাকে মডার্ন লুকে এন টি ওয়ান স্টুডিয়োতে হাজির হতে দেখা গেল নায়িকাকে । কেন এই বেশ তাঁর?
অভিনেত্রী নিজেই রহস্য উন্মোচন করে জানিয়েছেন, 'যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনে'র আসন্ন ধারাবাহিক 'লাভ বিয়ে আজকাল'-এ দেখা যাবে তাঁকে । কিন্তু কেমন চরিত্রে তা খোলসা করলেন না অভিনেত্রী । এক কথায় এড়িয়েই গেলেন ৷ ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,"একটু রহস্যই থাক না পুরো বিষয়টা ৷"
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সম্মানিত জুন মালিয়া আরও পড়ুন:'মেয়েরা ঘর করলে বুঝত যিশু কেমন', সংবাদমাধ্যমকে কেন এমনটা বললেন নীলাঞ্জনা ?
সম্প্রতি রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' সিরিজে অনিমেষ দত্তর স্ত্রীর চরিত্রে বেশ নজর কেড়েছেন জুন ৷ রাগী এক স্ত্রী যার ভয়ে দাপুটে স্পেশাল ব্রাঞ্চের অফিসারও তটস্থ ৷ আবার সে স্বামীকে সামলায়, ভীষণ ভালোওবাসেন ৷ এমনই এক চরিত্রে অভিনয় করেছেন জুন ৷ পাশাপাশি বাংলা টেলিভিশনেও এই মুহূর্তে বেশ ব্যস্ত অভিনেত্রী । পরপর ধারাবাহিক তাঁর হাতে । 'রেশম ঝাঁপি', 'সাঁঝের বাতি', 'গাঁটছড়া' আর এবার 'লাভ বিয়ে আজকাল' । 'লাভ বিয়ে আজকাল'-এ তাঁর চরিত্রটি যে বেশ প্রভাবশালী হতে চলেছে তা তাঁর সাজপোশাকেই স্পষ্ট । 28 অগস্ট ঠিক রাত সাড়ে আটটার সময় সব জল্পনার অবসান হতে চলেছে ।