কলকাতা, 5 মে: জনপ্রিয় শো 'বিগ বস'-এ অংশ নিয়েছিলেন দুজনেই । চূড়ান্ত পর্বে জয়ের হাসি হাসেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee Rituparna Sen)। এই ফলাফল মেনে নিতে পারেননি ঋ-সহ অনেকেই । একাধিকবার নানা ভাবে ঋ যুক্তি খাঁড়া করেছিলেন যে, জয়জিতের জেতার কথাই নয় । শুধু ঋ সেন নয়, আরও অনেকেই এ হেন বক্তব্যে সরব হন । নিন্দুকদের যোগ্য জবাবও দেন জয়জিৎ । দুজনের অভিযোগ আর পালটা অভিযোগে আজ থেকে প্রায় ছয়-সাত বছর আগে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া । এই খবর জানেন না এমন বিনোদনপ্রেমী মানুষ কমই আছেন ।
তবে একটা প্রবাদ আছে - "সময় সব ঠিক করে দেয়।" আর সেটাই ঘটল জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং ঋ সেনের সঙ্গেও । ফের একসঙ্গে তাঁদের দেখা যাবে আসন্ন বাংলা ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'তে (Tumpa Autowali)। স্বামী-স্ত্রী'র ভূমিকায় অভিনয় করবেন দুজনে (new Bengali serial)।
জয়জিতের চরিত্রের নাম অশোক আর ঋ'র চরিত্রের নাম কবিতা । অশোক সব কাজে ব্যর্থ । আর তার বউ কবিতা চায় সংসারে আধিপত্য কায়েম করতে । চরিত্র নিয়ে এর থেকে বেশি কিছু এখনই বলতে চান না দুজনের কেউই । তবে, 'তিথির অতিথি'র পর ফের এতদিন বাদে একে অপরের সঙ্গে জুটি বেঁধে খুশি, নিজেরাই জানিয়েছেন এই কথা ।