হায়দরাবাদ, 19 অক্টোবর: শুরু থেকেই 'বিগ বস-17'এর ঘরে চরম উত্তেজনা ৷ 15 অক্টোবর থেকে শুরু হয়েছে জনপ্রিয় এই রিয়েলিটি শো ৷ তারপর থেকেই এই ঘর সাক্ষী থাকছে হাজারো ড্রামার ৷ জিগনা ভোরা ও সোনিয়া বনশলের ছোট্ট ঝগড়া আকার নেয় সাংঘাতিক ৷ খানজাদি, ইশা, অনুরাগ, আলিয়াস বাবু ভাইয়া, ঐশ্বর্য, অর্চনা এবং অভিষেক জড়িয়ে পড়েন সেই তর্কাতর্কিতে ৷ সহজ কথায় রিয়েলিটি শুরুর প্রথম সপ্তাহেই একাধিক রঙ পরিবর্তন দেখা গেল 'বিগ বসে'র নতুন সংস্করণে ৷
প্রথম ইস্যু ইশা মালভিয়াকে আগলি বলেন খানজাদি, প্রতিবাদ অভিষেক কুমারের
খানজাদি ও ইশা মালব্যের ঝগড়ায় জড়িয়ে পরেন অভিষেক কুমার ৷ খানজাদির প্রতি ইশার ব্যবহার নিয়ে শুরু হয় তর্ক ৷ শুধু তাই নয়, খানজাদিকে নিয়েকে পিছনে আলোচনা করেছেন ইশা, সেই নিয়েও শুরু হয় ঝামেলা ৷ ইশা সেই বিষয়ে অনেকবার খানজাদিকে বোঝানোর চেষ্টা করেন, তাঁকে নিয়ে আলোচনা হয়নি ৷ কিন্তু তাঁর কথায় কান দেননি খানজাদি ৷ এরপর ইশা, খানজাদিকে নিয়ে মশকরা করতে শুরু করেন ৷ তিনি বলেন, খানজাদি আয়নায় নিজের মুখ দেখুক ৷ এর পরিপ্রেক্ষিতেই ইশাকে কুৎসিত বলে মন্তব্য করেন খানজাদি ৷ তারপরেই খানজাদির মন্তব্যের প্রতিবাদ করেন অভিষেক কুমার ৷ অঙ্কিতা ও ভিকও খানজাদিকে এমন মন্তব্য করতে বারণ করেন ৷ তারপরেই শুরু হয় বিবাদ ৷
অঙ্কিতা লোখন্ডে-ভিকি জৈনের ভবিষ্যতে সন্তান পরিকল্পনা