কলকাতা/দিল্লি, 8 নভেম্বর: পূর্ব ভারতের প্রথম আন্তর্জাতিক নৃত্যানুষ্ঠান 'ইন্টারফেস' (Interface) ৷ যার যাত্রা শুরু 2002 সালে । 1992-তে সমসাময়িক নৃত্য অনুশীলনের বিকল্প বাগধারা বা পদ্ধতির অনুশীলনকারীদের জন্য এই সংস্থা গড়ে ওঠে ।
4, 5, 8 এবং 9 নভেম্বর 'ইন্টারফেস'-এর নবম বার্ষিক অনুষ্ঠান 'ইন্টারফেস 2022' আয়োজিত হল কলকাতা এবং দিল্লিতে ৷ দেশের নৃত্যশিল্পীরা, এমনকী ভিন দেশের শিল্পীরাও অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে ৷ এবার মালয়েশিয়ার 'এ এস কে ডান্স কোম্পানি'র শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন ।উল্লেখ্য, এবছর 30 বছরে পদার্পণ করল 'সাফায়ার' ৷ ফিল্ম স্ক্রিনিং-ও হচ্ছে বলে জানালেন পরিচালক । আগামী দিনে 'ইন্টারফেস' নিয়ে বৃহত্তর পরিকল্পনা রয়েছে পরিচালক সুদর্শন চক্রবর্তীর । 2022-এ সেমিনারে বক্তৃতা দিয়েছেন- জয়প্রভা মেনন, সাহুল ভাটিয়া, মুদ্রা শর্মা, ভরত শর্মা, শারন লোয়েন, ভারতী শিবাজি, সন্তোষ নায়ারের মতো ব্যক্তিত্বরা ৷