পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Indrasish Roy: নতুন চরিত্র থেকে ভ্যালেন্টাইন্স ডে- জমাটি আড্ডায় ইন্দ্রাশিস রায় - Indrasish Roy

আসছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক 'বালিঝড়' ৷ আর এই ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে ৷ লীনার সঙ্গে কাজ করতে ভালোবাসেন তিনি ৷ নিজেই জানালেন অকপটে (Indrasish Roy on Balijhar)৷

Etv Bharat
ধারাবাহিকে নতুন চরিত্রে ইন্দ্রাশিস রায়

By

Published : Feb 3, 2023, 10:23 AM IST

Updated : Feb 3, 2023, 11:26 AM IST

ইটিভি ভারতের ক্যামেরায় অকপট ইন্দ্রাশিস

কলকাতা, 3 ফেব্রুয়ারি: লীনা গঙ্গোপাধ্যায় তাঁকে ডেকে ফেলেছিলেন লালন নামে । লালন অর্থাৎ 'ধুলোকণা' ধারাবাহিকের লালন। আরও ভেঙে বললে, ইন্দ্রাশিস রায় । ধারাবাহিকে কাজ করার মজাটা এখানেই । চরিত্রের নামটাই মুখে মুখে ফিরতে শুরু করে এক সময় । তবে, এবার এহেন ইন্দ্রাশিসের নাম বদলে লীনা গঙ্গোপাধ্যায় রাখলেন স্রোত ।'ধুলোকণা' শেষ হতেই একই প্রযোজনা সংস্থায়, একই চ্যানেলে ফিরলেন ইন্দ্রাশিস ।

আসছে নয়া বাংলা ধারাবাহিক 'বালিঝড়' । এই ধারাবাহিকে ইন্দ্রাশিসের চরিত্রের নাম স্রোত । তাকে ভালোবাসে ঝোরা । ঝোরাকেও ভালবাসে সে । এর আগের ধারাবাহিকে লালন ছিল র‍্যাপ সিঙ্গার । আর এবারে ইন্দ্রাশিসের চরিত্রটা খুব গোছানো । সে জানে তাকে জীবনে ঠিক কী করতে হবে । সে মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলে । আর ঝোরা দূর আকাশের তারার মতো । প্রতিপত্তিশালী, প্রভাবশালী বাপের মেয়ে সে । যদিও সেই সবের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই ঝোরার । সে অতি সাধারণ । এরপর তাদের দু'জনের জীবনের বাঁক কোনদিকে এগোবে সেটা সময় বলবে ।
ইন্দ্রাশিস বড়পর্দা এবং ছোটপর্দার পাশাপাশি ও ওয়েব দুনিয়ার বহুল পরিচিত মুখ । বাংলা ধারাবাহিকের তালিকায় রয়েছে 'চ্যাম্পিয়ন', 'অদ্বিতীয়া', 'গানের ওপারে', 'বাজল তোমার আলোর বেণু', 'সুবর্ণলতা', 'স্বপ্ন উড়ান', 'প্রেমের কাহিনি', 'ধুলোকণা'। আর এবার আসছে 'বালিঝড়' । ওয়েব তালিকায় রয়েছে 'দময়ন্তী', 'আস্তে লেডিস', 'ব্যোমকেশ সিজন ৫', 'নকল হীরে', 'খেলা শুরু', 'আমরা টু গে দার', 'ফেলুদার গোয়েন্দাগিরি'। আর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'রং মিলান্তি', 'দুর্গা সহায়', 'লড়াই', 'গোলন্দাজ', 'লক্ষ্মীছেলে', 'ক্রিসক্রস', 'নগরকীর্তন'। এ ছাড়াও আরও বেশ কিছু ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন ইন্দ্রাশিস ।

আরও পড়ুন:প্রয়াত প্রবীণ তেলেগু চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ
লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে কাজ করতে ভালোবাসেন ইন্দ্রাশিস। তাঁর কথায়, "রাজনৈতিক প্রেক্ষাপটে ধারাবাহিক বানানো সহজ কথা নয়। অনেকদিক খেয়াল রাখতে হচ্ছে লীনা দি আর শৈবালদাকে, যাতে কোনও রাজনৈতিক দল এতে আঘাতপ্রাপ্ত না হয়। আর এর সঙ্গে জড়িয়ে রয়েছি আমরা। যেমন ভালোলাগার, তেমনি চ্যালেঞ্জিং (Indrasish Roy on Balijhar)৷" সামনেই ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের জন্য একটা বিশেষ দিন এই ব্যাপারটা মন্দ লাগে না অভিনেতার।

Last Updated : Feb 3, 2023, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details