লস ভেগাস, 4 এপ্রিল : ছোটদের গানের বিভাগে গ্র্যামি জিতে নিলেন মার্কিন প্রবাসী ভারতীয় গায়িকা ফাল্গুনি শাহ ৷ মূলত স্টেজে ফালু বলেই সুপরিচিত এই গায়িকা নিজের প্রথম গ্র্যামি পুরস্কার জিতে নিলেন তাঁর 'এ কালারফুল ওয়ার্ল্ড' অ্যালবামের জন্য ৷ ফাল্গুনির জন্ম মুম্বইতে তবে তিনি বর্তমানে থাকেন নিউইর্য়কে ৷ নিজের এই সাফল্যের পর ইনস্টাগ্রামে অ্যালবামের রেকর্ডিং সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন এই গীতিকার এবং গায়িকা (Indian American singer Falguni Shah wins Grammy) ৷
একইসঙ্গে তিনি লেখেন, "আজ যে ম্য়াজিকটা ঘটে গেল বর্ণনা করার ভাষা আমার নেই ৷ গ্র্যামির এই প্রিমিয়ারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশেন করা এবং তারপর এ কালার ফুল ওয়ার্ল্ডের পিছনে যাঁদের পরিশ্রম রয়েছে তাঁদের সকলের পক্ষ থেকে এই মূর্তিটিকে (গ্র্যামি পুরস্কার ) ঘরে নিয়ে যেতে পারা সত্যি ভীষণ সম্মানের ৷ "এর আগেও 2018 সালে তাঁর অ্যালবাম 'ফালুর বাজার' গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছিল ৷