পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

স্কুল জীবনের নস্টালজিয়া উসকে দিতে কবে আসছে 'ইমম্যাচিওর 3'? - ইমম্যাচিওর 3

Immature Season 3 official trailer: স্কুল জীবনের নস্টালজিয়া উসকে দিতে ফের হাজির 'ইমম্যাচিওর'-এর নতুন সিজন ৷ সোমবার মুক্তি পেল সিরিজের ট্রেলার ৷

Immature season 3 official trailer unveiled
ইমম্যাচিওর 3

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 7:51 PM IST

মুম্বই, 11 ডিসেম্বর: 'ইমম্যাচিওর', স্কুল জীবন, প্রথম প্রেম আর একরাশ নস্টালজিয়াকে প্রথম মরশুম থেকেই উসকে দিয়েছিল এই ওয়েব সিরিজ ৷ এবার সিরিজটির তৃতীয় সিজনের ট্রেলার নিয়ে হাজির নির্মাতারা ৷ সোমবার ট্রেলারটি শেয়ার করে তাঁরা লিখেছেন, "স্কুলের সেশন শুরু, সুতরাং নাটকও শুরু ৷ ইমম্যাচিওর সিজন 3 আসছে 15 ডিসেম্বর ৷ মুক্তি পেল ট্রেলার ৷"

টিভিএফ-এর এই ওয়েব সিরিজ প্রথম থেকেই নজর কেড়েছে ৷ স্কুল জীবনের খুচরো হাসির সাতকাহন দিয়ে তৈরি এই গল্প ৷ ধ্রুব, কবীর এবং সুসু এই তিন চরিত্রকে কেন্দ্রে রেখেই এগিয়ে চলে কাহিনি ৷ তাদের বন্ধুত্ব, সহজ হাসি ঠাট্টা, প্রেমের এক অদ্ভুত মিশেল ট্রেলারে ৷ ট্রেলারে যে আভাস মিলেছে তাতে এবারও যেমন থাকবে প্রেম আর হাসির মশলা তেমনই থাকবে মতবিরোধ আর দ্বন্দ্বের ছবি ৷ এবারের সিজনে শেষ হতে চলেছে ধ্রুবদের স্কুলজীবন ৷ এবার তারা বয়ঃসন্ধি পেরিয়ে পা রাখছে যৌবনে ৷ তাই মনঃস্তত্ত্বের জটিলতা এবার আরও সুন্দর সব সমীকরণ তৈরি করতে চলেছে ৷

এই সিরিজে প্রধান চরিত্রে রয়েছেন ওমকার কুলকার্নি, চিন্ময় চন্দ্রাশুশ এবং নমন জৈন ৷ আর সিরিজটির লেখক তথা পরিচালনার দায়িত্বে রয়েছেন অনন্ত সিং ৷ প্রযোজনা দায়িত্বে রয়েছে টিভিএফ ৷ ওটিটি প্লার্টফর্ম আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

তিনি বলেন, "বয়ঃসন্ধির গল্প সবসময় দর্শকের মধ্যে একটা অন্যরকমের আবেদন তৈরি করে ৷ 'ইমম্যাচিওর'-ও এমনই একটি সিরিজ যা এর প্রকৃষ্ট উদাহরণ ৷ এবারে আমাদের চরিত্ররা বয়ঃসন্ধির নানান সমস্যার মধ্যে দিয়ে এগোবে ৷ কারণ ওদের স্কুলজীবনও খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে ৷ দেখে ভালো লাগছে ওমকার, চিন্ময়, নমনরা চরিত্র হিসাবে বড় হয়ে উঠছে ৷ পাশাপাশি অভিনেতা হিসাবেও ওরা উন্নতি করছে ৷ এই সিজনে ওদের পারফরম্যান্সেই তার প্রমাণ রয়েছে ৷"

আরও পড়ুন:

  1. 'ডাঙ্কি'র মানে জানালেন কিং খান, সাতসকালে শেয়ার করলেন নতুন গানের ঝলকও
  2. কফি কাউচে বলিউডের হ্যান্ডসাম ব্যাচেলর, প্রেমের গসিপে জমজমাট হতে চলেছে করণের শো
  3. 'কেনেডি নিয়ে ভাবতে 20 বছর সময় লেগেছে', চলচ্চিত্র উৎসবে এসে জানালেন অনুরাগ

ABOUT THE AUTHOR

...view details