কলকাতা, 20 নভেম্বর: বয়স মোটে 24 হলেও লড়াইটা অনেকদিনের । জীবনযুদ্ধে পরের পর জয়ের শেষে আজ পরাজয় । চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। পরাস্ত হল 'জিয়নকাঠি'র জাদু ৷ তবে জীবনকে ফিরে পেতে মৃত্যুর সঙ্গে তাঁর অসম লড়াই মানুষের মনে অমর করে রাখবে ঐন্দ্রিলাকে (Aindrila Sharma Passes Away)৷
ঐন্দ্রিলার জন্ম 1997 সালের 5 ফেব্রুয়ারি ৷ মা, বাবা আর দিদিকে নিয়ে সুন্দর সুখের পরিবার ৷ তবে সেই সুখেই বাধ সাধল করাল ব্যাধি ৷ 2015 সালে নিজের 17তম জন্মদিনে কৈশোর থেকে যৌবনের পথে এগনো ছোট্ট মেয়েটি জানতে পারে যে, তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার ৷ অস্থিমজ্জায় ৷ ক্লাস ইলেভেনের ছাত্রীর জীবনযুদ্ধের লড়াই শুরু সেই তখন থেকেই ৷ দিল্লিতে শুরু হয় চিকিৎসা ৷ একের পর এক কেমোথেরাপি চলতে থাকে ৷ খেতে হয় মুঠো মুঠো ওষুধ ৷ কঠিন এক লড়াইয়ের মধ্যে দিয়ে এগোতে থাকে জীবন ও মৃত্যুর দোলাচল ৷ তবে বেঁচে থাকার অসীম তাগিদ সে বার জিতিয়ে দিয়েছিল তাঁকে ৷ টানা দেড় বছরের যুদ্ধ শেষে 2016 সালে রোগমুক্ত হন ঐন্দ্রিলা ৷ এরপর এক মুহূর্তও সময় নষ্ট না করে হাঁটা শুরু করেন স্বপ্ন পূরণের লক্ষ্যে ৷
ছোট থেকেই ঐন্দ্রিলার চোখে আঁকা ছিল অভিনেত্রী হওয়ার স্বপ্ন ৷ 2017 সালে বাংলা ধারাবাহিক 'ঝুমুর' দিয়ে তাতে হাতেখড়ি করেন ৷ এরপর 'জিয়নকাঠি', 'মহাপীঠ তারাপীঠ' সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন ঐন্দ্রিলা । পা রেখেছিলেন ওয়েব দুনিয়াতেও । চ্যানেলের অরিজিনাল ছবিতেও অভিনয় করেছেন তিনি । এ বছর মহালয়াতে এক বিনোদন চ্যানেলের 'দেবী দশমহাবিদ্যা'তে দেবী মাতঙ্গীর ভূমিকায় অভিনয় করেন তিনি । মাতঙ্গী হল সরস্বতীর চণ্ডী রূপ । অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ ছিলেন এই কন্যে । তাই মহালয়ার অনুষ্ঠানে নৃত্যরতা ঐন্দ্রিলাকেও দেখেছে দর্শক । থামতে শেখেননি অভিনেত্রী ।