পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rubina Dilaik Car Accident: দুর্ঘটনার কবলে বিগ বস-খ্যাত রুবিনা, মাথায়-পিঠে চোট অভিনেত্রীর - অভিনব শুক্লা

ট্রাকের সঙ্গে সংঘর্ষ বিগবস 14 জয়ী রুবিনা দিলেকের গাড়ির ৷ যার জেরে টেলি অভিনেত্রীর চোট লেগেছে পিঠে ও মাথায় ৷ রবিবার কী জানালেন তিনি তাঁর দুর্ঘটনা নিয়ে ?

Rubina Dilaik Car Accident
দুর্ঘটনার কবলে রুবিনা দিলেকের গাড়ি

By

Published : Jun 11, 2023, 1:43 PM IST

Updated : Jun 11, 2023, 2:12 PM IST

মুম্বই, 11 জুন:ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে টেলি অভিনেত্রী রুবিনা দিলেকের গাড়ি। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টেলি অভিনেত্রীর গাড়ি ৷ অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছেন রুবিনা। নায়িকার দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর ভক্তরা। টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন রুবিনা। লিখলেন, "দুর্ঘটনার জেরে পিঠে এবং মাথায় আঘাত পেয়েছি। প্রয়োজনীয় সমস্ত শারীরিক পরীক্ষা করা হচ্ছে। এখনও আতঙ্কে রয়েছি। বেপরোয়া ট্রাক চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। আমি সকলকে অনুরোধ করব গাড়ি চালানোর সময়ে সর্বক্ষন সচেতন থাকুন।"

অভিনেত্রীর স্বামী অভিনব শুক্লা এর আগে টুইটারে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি-সহ এই খবর জানিয়েছিলেন। তিনি টুইটে লেখেন, "আমাদের সঙ্গে আজ যা হল, কাল আপনাদের সঙ্গেও ঘটতে পারে। তবে রুবিনা এখন ভালো আছে।" দুর্ঘটনার পর মুম্বই পুলিশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই তারকা দম্পতি। তাতে তিনি মুম্বই পুলিশকে ট্যাগ করেছেন ৷ তাতে যোগ করেছেন মুম্বই ট্রাফিক পুলিশকে ৷ টুইটের প্রতিক্রিয়ায়, মুম্বই ট্রাফিক পুলিশ প্রতিক্রিয়া জানায় ৷

তারা লিখেছে, ঘটনাটি যে স্থানে ঘটেছে তার নিকটতম থানায় ঘটনাটি রিপোর্ট করুন।" উল্লেখ্য, দিন কয়েক আগেই মুম্বই-পুনে হাইওয়েতে দুর্ঘটনার মুখে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্নেহাল রাই। যদিও অভিনেত্রীর তেমন কোনও ক্ষতি হয়নি। গত কয়েক দিন ধরে লাগাতার পথ দুর্ঘটনার খবর মিলেছে। মৃত্যু হয়েছে এক দক্ষিণী সঞ্চালকের। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় আরও এক দক্ষিণী পরিচালকেরও।

আরও পড়ুন:বাড়ির পুজোয় লেহেঙ্গা পরে মালতী, মেয়ের মিষ্টি ছবি পোস্ট প্রিয়াঙ্কার

রুবিনা অসংখ্য সিরিয়াল করার পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি সিরিজে অংশগ্রহণ করেছেন ৷ সেই সঙ্গে জিতেছেনও। খাতড়ো কে খিলাড়ি 12-এ তাঁকে দেখা গিয়েছিল ৷ রুবিনা দিলেক ঝলক দিখ লাজা 10-এ পার্টিসিপেটও করেছিলেন। জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের সিজন 14 জিতেছেন। তিনি পুনর্বিবাহ-এক নয়ি উমিদ, সিন্দুর বিন সুহাগান, ছোটি বহু, এবং শক্তি: অস্তিত্ব কে আহসাস কি-এর মতো সিরিয়ালে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন ৷

Last Updated : Jun 11, 2023, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details