মুম্বই, 11 জুন:ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে টেলি অভিনেত্রী রুবিনা দিলেকের গাড়ি। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টেলি অভিনেত্রীর গাড়ি ৷ অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছেন রুবিনা। নায়িকার দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর ভক্তরা। টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন রুবিনা। লিখলেন, "দুর্ঘটনার জেরে পিঠে এবং মাথায় আঘাত পেয়েছি। প্রয়োজনীয় সমস্ত শারীরিক পরীক্ষা করা হচ্ছে। এখনও আতঙ্কে রয়েছি। বেপরোয়া ট্রাক চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। আমি সকলকে অনুরোধ করব গাড়ি চালানোর সময়ে সর্বক্ষন সচেতন থাকুন।"
অভিনেত্রীর স্বামী অভিনব শুক্লা এর আগে টুইটারে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি-সহ এই খবর জানিয়েছিলেন। তিনি টুইটে লেখেন, "আমাদের সঙ্গে আজ যা হল, কাল আপনাদের সঙ্গেও ঘটতে পারে। তবে রুবিনা এখন ভালো আছে।" দুর্ঘটনার পর মুম্বই পুলিশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই তারকা দম্পতি। তাতে তিনি মুম্বই পুলিশকে ট্যাগ করেছেন ৷ তাতে যোগ করেছেন মুম্বই ট্রাফিক পুলিশকে ৷ টুইটের প্রতিক্রিয়ায়, মুম্বই ট্রাফিক পুলিশ প্রতিক্রিয়া জানায় ৷