হিসার, 15 জানুয়ারি:গত 2 জানুয়ারি হোটেলরুমে গুলি করে খুন করা হয় দিব্যা পাহুজা নামে গুরুগ্রামের মডেলকে ৷ পরে তার দেহ লোপাট করে দেওয়া হয় ৷ গত শনিবার হরিয়ানার একটি খাল থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ দেহ উদ্ধারের পর নিহত গুরুগ্রামের মডেলের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে রবিবার ৷ আর সেই রিপোর্ট অনেক রহস্যের সমাধান করল বলেই মনে করছেন তদন্তকারীরা। দিব্যা পাহুজাকে মাথায় গুলি করা হয় বলে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। ময়নাতদন্তের সময় সেইগুলি বার করা হয়েছে। রিপোর্ট বলছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দিব্যাকে গুলি করা হয়েছে।
প্রসঙ্গত, গুরুগ্রাম মডেল দিব্যা পাহুজার মৃতদেহ তাঁর শরীরে ট্যাটুর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। হরিয়ানার তোহানা থেকে মৃতদেহ উদ্ধারের পর শনিবার রাতেই ময়নাতদন্তের জন্য মৃতদেহ হিসারের আগরোহা মেডিক্যাল কলেজে আনা হয় দিব্যার দেহ। তাঁর মৃতদেহের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের আগে মৃতদেহের এক্স-রে করা হয় এবং তারপর প্রায় 2 ঘণ্টা ধরে দিব্যা পাহুজার মৃতদেহ ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল জাখাল, তোহানা এবং গুরুগ্রামের পুলিশ।