কলকাতা, 15 নভেম্বর: 'ত্রিনয়নী'র পর ফের জুটি বাঁধছেন শ্রুতি-গৌরব। একই পরিচালকের হাত ধরে নতুন জার্নি শুরু করতে চলেছে নয়ন আর দৃপ্ত । স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা থেকেই আসছে নতুন ধারাবাহিক 'রাঙা বউ'। আর সেই ধারাবাহিকের হাত ধরেই ফের জুটিতে শ্রুতি-গৌরব। এর আগে তাঁদের জুটিকে বেশ ভালোবাসা দিয়েছিলেন দর্শকরা । তাই আবার কি একসঙ্গে দেখা যাবে এই অভিনেতা-অভিনেত্রীকে তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে(Gourab Shruti New Serial ) ।
খবর আসি আসি করেও আসছিল না । অবশেষে হল পর্দা ফাঁস । হ্যাঁ, জুটি বাঁধছেন তাঁরা (Gourab Shruti New Serial is Coming Soon)। ধারাবাহিক মানেই সেখানে থাকবে প্রেম-ভালোবাসার ছোঁয়া । এর আগের ধারাবাহিকে দু'জনের জুটিতে মন মেতেছিল দর্শকের । তাঁদের নিয়েই এক প্রকার ব্যস্ত ছিল নেট পাড়া । দৃপ্ত-নয়নের মিল দিয়েই হ্যাপি এন্ডিং হয় ধারাবাহিকের (Gourab Shruti Das New Serial Ranga bou)। এর আগে এঁদের জুটিতে 'ত্রিনয়নী' নানা ভাষায় সম্প্রচারিত হয়েছিল।