কলকাতা, 24 জুন: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তীর নামটাই আজ বদলে হয়েছে 'ভুড়ি' ৷ 'দ্য কপিল শর্মা শো'-এর দৌলতে তিনি এখন খ্য়াত এই নামেই ৷ শোয়ে দেখা যায় কাপ্পুর প্রতি এক তরফা প্রেমে 'ভুড়ি' পাগল ৷ অন্যদিকে, কাপ্পু শর্মা তাকে তেমন পাত্তা দেয়না ৷ বরং প্রায়ই কটাক্ষ করে তার বড় ঠোঁট এবং মুখ নিয়ে ৷ জবাব দেয় ভুড়িও ৷ আর এই মজাদার কথপোকথনেই হাসিতে ফেটে পড়েন দর্শকরা ৷ তবে যিনি সকলকে হাসান তাঁকে জীবনে ফেলতে হয়েছে বহু চোখের জল ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা সেই কাহিনি ৷
সালটা ছিল 2021 ৷ লকডাউনে কাজ হারিয়ে রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন সুমনা ৷ শরীরেও ছিল জটিল রোগ ৷ সুমনা মূলত তাঁর নিজের কথা তেমনভাবে সোশালে তুলে ধরেন না ৷ কিন্তু সেদিন তিনি জানিয়েছিলেন কি কঠিন পরিস্থিতি চলেছে তাঁর ৷ 2021 সালের 14 মে ওয়ার্ক আউটের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, "অনেকদিন পর সঠিকভাবে ওয়ার্ক আউট করলাম ৷...আমার কাজ নেই ঠিকই তবে এটুকুতে নিজেকে প্রিভিলেজড মনে হচ্ছে যে আমি আমার এবং পরিবারের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারছি ৷"