কলকাতাা, 8 জুন: গতবছরও তৃণা সাহার আয়োজিত পার্টিতে মধ্যরাত থেকেই শুরু হয়েছিল অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিনের সেলিব্রেশন ৷ এবারও নীলের জন্মদিন নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে ৷ বৃহস্পতিবার জন্মদিন এই টেলি অভিনেতার ৷ জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন নীল ৷ আর তার উদযাপন হবে না তাও কী হয়! নীলের ইনস্টাগ্রাম স্টোরিতেই মিলল বার্থ ডে সেলিব্রেশনের কিছু ভিডিয়ো ৷ কোথাও তাঁকে দেখা গেল চকোলেট কেক নিয়ে মেতে উঠতে, আবার কোথাও কেক আর ফায়ার ক্র্যাকারের সঙ্গে অভিনেতার পাশে দেখা গেল তাঁর প্রিয়তমা তৃণা সাহাকেও ৷
পর্দার গুনগুনের সঙ্গে নীলের জুটি রিয়েল লাইফে বেশ চর্চিত ৷ এর আগেই একসঙ্গে জামাইষষ্ঠী নিয়ে মেতেছিলেন তাঁরা ৷ সেবার তৃণা যে ছবি শেয়ার করেছিলেন তাতে নীলের হাতে ছিল বেশ বড়সড় একটি দইয়ের হাঁড়ি ৷ এবারও নীলের বার্থ ডে সেলিব্রেশনে টেলি দুনিয়ার অন্যান্য সেলেবদের সঙ্গে রইলেন নিয়ন রঙের পোশাকে নজর কাড়লেন তৃণাও ৷ টেলিপাড়ার অন্য়দের মধ্যে দেখা গেল সৈরিতি বন্দোপাধ্য়ায়কে ৷