হায়দরাবাদ, 16 এপ্রিল: ফেমিনা মিস ইন্ডিয়া 2023-এর মুকুট উঠল রাজস্থানের নন্দিনী গুপ্তার মাথায় ৷ শনিবার একটি দুর্দান্ত অনুষ্ঠানের পরে এই সম্মানীয় প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় । দিল্লির শ্রেয়া পুঞ্জাকে প্রথম রানার আপ হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ আর মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং-কে দ্বিতীয় রানার আপ ঘোষণা করা হয়েছে ।
এই শিরোপা জয়ের পর 19 বছরের নন্দিনী গুপ্তা এ বার সংযুক্ত আরব আমিরশাহীতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার 71তম সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করবেন । প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া 2022-এর বিজয়ী কর্ণাটকের সিনি শেঠি নন্দিনীকে এ বারের বিজয়ীর মুকুট পরিয়ে দেন ৷
15 এপ্রিল ফেমিনা মিস ইন্ডিয়া অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তারকা-খচিত ফেমিনা মিস ইন্ডিয়া 2023 প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছে ৷ তার ক্যাপশনে লেখা হয়েছে, "অভিনন্দন ৷ এই সমস্ত মহিলার শক্তিশালী কণ্ঠস্বর রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী, যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারণাগুলিকে তাঁরা বিশ্বাস করেন সেগুলিকে এগিয়ে নিতে তাঁরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করবেন ।"