পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bigg Boss 17: বিনোদনের মাত্রা বাড়াতে বিগ বসের ঘরে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি - enteryainment news

বিগ বসের নতুন সিজনের সঞ্চালক হিসেবে ফিরে এসেছেন সলমন খান ৷ 15 অক্টোবর থেকে দেখা যাবে এই সিজন ৷ ইতমধ্যেই শোয়ের প্রতিটি প্রোমো দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ৷ জানা গিয়েছে, মুনাওয়ার ফারুকিও আসতে চলেছেন বিগ বসের ঘরে ৷

Etv Bharat
বিগ বসের ঘরে মুনাওয়ার ফারুকি

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 1:36 PM IST

হায়দরাবাদ, 15 অক্টোবর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ রবিবার ঠিক রাত নটায় টেলিভিশনের পর্দায় বিগেস্ট রিয়েলিটি শো বিগ বস নিয়ে উপস্থিত হতে চলেছেন 'কিসি কা ভাই কিসি কা জান' সলমন খান ৷ ইতিমধ্যেই একাধিক প্রোমোতে একটা আন্দাজ করাই গিয়েছে কারা থাকছেন বিগ বসের ঘরে ৷ এবার জানা গিয়েছে স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওযার ফারুকি এই রিয়েলিটি শোয়ে অংশ নিচ্ছেন ৷ কারণ তাঁকে প্রোমোয় দেখা গিয়েছে সলমন খানের সঙ্গে ৷ অন্যদিকে, তু তু ম্যায় ম্যায় দিয়ে এই সিজনে জার্নি শুরু করতে চলেছেন বলিউডের পরিচিত এক্স-গার্লফেন্ড ও বয়ফ্রেন্ড ৷

মুনাওয়ারের বিগবসের ঘরে আসার খবর সামনে আসতেই উচ্ছ্বসিত দর্শক ও অনুরাগীরা ৷ তিনি আসা মানেই বিনোদনের এক্সট্রা ডোজ সঙ্গে করে আনা ৷ ফলে তাঁকে প্রতিযোগীদের সঙ্গে দেখতে অধীর আগ্রহে রয়েছেন অনুরাগীরা ৷ রবিবারই সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে ৷ একটি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দাবি করে লিখেছে, "বিগ ব্রেকিং !! মুনাওয়ার ফারুকি কমেডিয়ান ও লক আপ শো বিজেতা আসতে চলেছে বিদ বস 17-এর ঘরে ৷" সূত্রের খবর, তিনি এই শোয়ে অংশগ্রহণের জন্য শেষ মুহূর্তে সম্মতি জানিয়েছেন বলে জানা গিয়েছে ৷ এর আগে তাঁকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াত সঞ্চালিত লক আপ রিয়েলিটি শোয়ে ৷ যেখানে তিনি বিজেতা হওয়ার পাশাপাশি জনপ্রিয়তাও লাভ করেছেন ৷

মনে করা হচ্ছে তাঁর বুদ্ধিমত্তা ও কমেডি সেন্স বিগ বসের ঘরে অতিরিক্ত অক্সিজেনের যোগান দেবে ৷ ফলে মুনাওয়ারের যাঁরা অনুরাগী রয়েছেন, তাঁদের কাছে বিগ বসের ক্রেজ বেড়ে গিয়েছে আরও বেশি ৷ অনেকে আবার শো শুরু হওয়ার আগে থেকেই কমেডিয়ান মুনাওয়ারকে উইনার বলা শুরু করে দিয়েছেন ৷ ইতিমধ্যে বিগ বস-এর ফার্স্ট ডে ফার্স্ট শো নিয়ে উত্তেজনা চরমে ৷ সলমন খানের এন্ট্রি যে আরও একবার ব্লকব্লাস্টার হতে চলেছে তা বলা বাহুল্য ৷ অন্যদিকে, শো শুরু হতে না হতেই এক্স-লাভবার্ডের ঝগড়া প্রকাশ্যে ৷ দেখা যাবে ইশা মালবিয়া ও অভিষেক কুমারকে ৷ উড়ায়িতা খ্যাত এক্স-কাপলকে দেখা যাবে বিগ বসের ঘরে ৷

তবে সলমন খানের সামনেই মঞ্চে শুরু হয়ে যায় তাঁদের ঝগড়া ৷ তাঁদের মুখ দেখা না গেলেও গলার স্বর শুনে তাঁদের চিহ্নিত করা যায় ৷ সেখানে ইশাকে বলতে শোনা যায়, "আমি চাই না তুমি আমার জীবনে ফেরত আসো ৷" তখন অভিষেককে বলতে শোনা যায়, "আমার ইচ্ছাও নেই তোমার জীবনে আসার ৷" এরপর অভিষেক অভিযোগ করেছেন, ইশা তাঁকে মেরেছে ৷ এরপর ইশা জানান, অভিষেক সবসময় তাঁর নেতিবাচক প্রচার করেন জনসমক্ষে ৷ তাঁদের এই তু তু ম্যায় ম্যায় শুনতে শুনতে সলমন খানও বলে ওঠেন, "বাপ রে বাপ !" সব মিলিয়ে বিগ বস 17 আরও একবার নিয়ে হাজির এন্টারটেইনমেন্ট...এন্টারটেইনমেন্ট...এন্টারটেইনমেন্ট ৷

আরও পড়ুন: প্রয়োজন বুদ্ধি-শক্তির মার প্যাচ! বিগ বসের ঘরে দাবার চালেই মাত হবেন প্রতিযোগীরা

ABOUT THE AUTHOR

...view details