কলকাতা, 12 সেপ্টেম্বর: বাংলা ব্যান্ড 'ফকিরা'র দ্বিতীয় অ্যালবাম 'হরে কৃষ্ণ' আসতে চলেছে শীঘ্রই (Fakira New Album)। শেষ হয়েছে রেকর্ডিং পর্ব । আটটি লোকগান নিয়ে এই 'হরে কৃষ্ণ' অ্যালবামটি আনতে চলেছে 'ফকিরা'। যার মধ্যে কিছু গান প্রচলিত । সেগুলি মানুষ আগেও শুনেছেন । আবার কিছু গান এখন শোনা যায় না বললেই চলে ।
ফকিরার 'হরে কৃষ্ণ' গানটি আসলে তিনটি গানের মিশেলে তৈরি । শ্রীচৈতন্য মুখনিঃসৃত বাণী 'হরে কৃষ্ণ', 'এখনও সে বৃন্দাবনে', 'হরি হরায়ে নম কৃষ্ণ' এই তিনটি পদ একত্রিত করে তৈরি হয়েছে 'ফকিরা'র 'হরে কৃষ্ণ' গান । উল্লেখ্য, 'ফকিরা'র প্রথম অ্যালবাম 'ইতরপনা' -তে যেমন প্রথমবার মানুষ বাংলা কাওয়ালী শুনেছিলেন, এই অ্যালবামেও তার অন্যথা হবে না বলে জানিয়েছে দল । সবকিছু মিলিয়ে প্রথম অ্যালবামের মতোই এই অ্যালবামও বাংলা গানের জগতে সাড়া ফেলতে চলেছে বলে আশাবাদী দলের সদস্যরা ।
প্রসঙ্গত, ফকিরা শুধু লোকগান করবে বলেই তৈরি হয়নি । 2011 সালে তিমিরের আয়োজন করা আসানসোলের একটি অনুষ্ঠান থেকেই ফকিরার এই সিদ্ধান্ত । পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষ ও তার বাইরেও ফকিরার সংগীতের সঙ্গে সময় কাটানো কিছু মানুষের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে । আর সেই জোরেই বাংলাদেশ, আমেরিকা সহ সারা ভারতে 'ফকিরা' অনুষ্ঠান করে চলেছে স্বমহিমায় । তাঁদের প্রথম অ্যালবাম 'ইতরপনা' - মির্চি মিউজি়ক অ্যাওয়ার্ড পায় ও দীর্ঘদিন বেস্ট সেলিং বেঙ্গলি নন ফিল্ম মিউজিক এর তালিকার শীর্ষ স্থানে থাকে (Fakira Second Album)।