হায়দরাবাদ, 4 এপ্রিল: বহুবছর ধরেই শিশুমনে আমোদ যোগানোর কাজটি যথেষ্ট যত্নের সঙ্গে করে আসছে ইটিভি বাল্য ভারত । দর্শকদের অত্যন্ত ভরসার ইটিভি নেটওয়ার্কের এই টিভি চ্যানেল সারাদেশেই সমাদৃত । ইংরেজি ছাড়াও দেশের মোট 11টি ভাষায় শিশুদের বিষয়বস্তু উপস্থাপনা করে থাকে এই চ্যানেল ।
অসমিয়া, গুজরাতি, হিন্দি, কন্নড়, মারাঠি, মালয়ালম, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, তামিল ভাষায় দেশের কয়েক কোটি শিশুর কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এবার নয়া আঙ্গিকে ইটিভি বাল্য ভারত । এখন থেকে 'ইটিভি বাল্য ভারত এইচডি' এবং ‘ইটিভি বাল্য ভারত এসডি’ও দেখতে পাবেন দর্শকরা ।
কী পাবেন ইটিভি বাল্য ভারতে ?
বাল্য ভারতের বিষয়বস্তু শুধু শিশুমনে আমোদ যোগানোর কাজই করবে না. সুচারুভাবে শিশুমন বিকশিত করার জন্য শিকড়ে জল পৌঁছনোর কাজও করবে । প্রতিটি চ্যানেলে প্রোগ্রামের বিস্তৃত পরিসর, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, ফ্যান্টাসি । যা শিশুদের সমসাময়িক সমস্যাগুলির সঙ্গেও পরিচিত করে তুলবে । অর্থাৎ আমোদের মোড়কে শিক্ষা, এটিই বাল্য ভারতের কনটেন্টের বিশেষত্ব । যা ভারতীয় সংস্কৃতিকেও সযত্নে লালন করছে ।
গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে বাল্য ভারতই প্রধান সঙ্গী হতে চলেছে একথা বলাই বাহুল্য । তারমধ্যে 1 এপ্রিল থেকে শুরু হয়েছে বোনানজা অফার । অ্যাডভেঞ্চার এবং অ্যাকশনে 'ডেনিস অ্যান্ড জ্ঞাশার', প্রিস্কুলারদের জন্য 'বেবি শার্ক', বিনোদন এবং কমেডি ঘরানার ‘স্পঞ্জবব স্কোয়ারপ্যান্ট' রয়েছে ।
আরও পড়ুন: ইটিভি বাল্যভারত, বাংলা ভাষায় শুধুমাত্র ছোটদের একটি চ্যানেল
নতুন লঞ্চগুলি ছাড়াও, চ্যানেলের সেরা তিনটি শো: 'দ্য সিস্টারস: এ ফিমেল ওরিয়েন্টেড শো' এবং ক্লাসিক অ্যাডভেঞ্চার সিরিজ 'দ্য জঙ্গল বুক' এবং 'পান্ডেজি পেহেলওয়ান', যা ইটিভি বাল্য ভারত-এর নিজস্ব কার্টুন ।