পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Durga Puja Fashion ডিজাইনারের চোখে পুজোর ফ্যাশন যা, তা পরিধানে দিতিপ্রিয়া

দুর্গাপুজো (Durga Puja) মানেই একটা অন্য অনুভূতি। পুজো আসছে, আসছে এই ব্যাপারটাই ভালো। পুজো এলেই তো চলে যাওয়ার সময় চলে আসে। তবে, হুজুগে বাঙালি পুজোটাকে আজকাল চতুর্থী থেকেই ধরে নেয়। আর এবারের পুজোতে পোশাকের কোন স্টাইল বেশি চলতে পারে জানালেন ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল (Fashion Designer) ৷ আর ট্রেন্ডি পোশাকে নজর কেড়েছেন দিতিপ্রিয়াও (Ditipriya Roy) ৷

ETV Bharat
Puja Fashion

By

Published : Aug 24, 2022, 7:19 PM IST

Updated : Aug 24, 2022, 7:58 PM IST

কলকাতা, 24 অগস্ট: ডিজাইনারের চোখে পুজোর ফ্যাশনে প্রিন্টেড পোশাকের চাহিদা রয়েছে এবার ৷ এমনটই জানালেন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল (Designer Sandip Jaiswal) ৷ পাশাপাশি প্রিন্টেড পোশাকেই মন দিয়েছেন (Printed Cloths) অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ৷

পুজো ঘিরে গত দু'বছরে যে যে অপূর্ণতা ছিল তা সুদে আসলে পুষিয়ে নিতে বাঙালি এবার পিছপা হবে না । পুজো মানেই নিজেকে অন্যভাবে দেখা । দেখানোও বটে। পুজোর কয়েকটা দিন অন্যদের থেকে নিজেকে আলাদাভাবে দেখাতেই ব্যস্ত থাকে বাঙালি ৷ তরুণ তুর্কী থেকে মাঝবয়সি সকলেই চান 'ভিড়ের মাঝে একলা' হতে । ফ্যাশন ডিজাইনাররাও এই সময় পোশাক বানান চাহিদা এবং ট্রেন্ড অনুযায়ী।

কালারফুল পোশাকে পোজ অভিনেত্রী দিতিপ্রিয়ার

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল এই ব্যাপারে বলেন, "এই সময়ে দাঁড়িয়ে মানুষ ডিজাইনার পোশাক বানিয়ে পরার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে রেডিমেড পোশাকে। এর একটা বড় কারণ করোনা। এখনও প্যানডেমিকের গ্রাস থেকে আমরা পুরোপুরি বেরোতে পারিনি। তাই একটা পোশাকের পিছনে অধিক অর্থব্যয় কেউ করতে চাইছেন না। আর তাই লোকাল ফেব্রিক কাজে লাগিয়ে খরচা কমিয়ে সুন্দর ডিজাইন বানানোর প্রচেষ্টা করছি আমরা । সাধারণ মানুষের বাজেটের কথা মাথায় রাখতেই হবে সবসময়। পুজো সবার। সবারই ইচ্ছে হয় নিজেকে একটু অন্যভাবে মেলে ধরার। "

পুজোর ফ্যাশনে প্রিন্টেড পোশাকের যা চাহিদা তা পরিধানে দিতিপ্রিয়া

আরও পড়ুন:কোনটা বেছে নেবেন গরমের ফ্যাশনে ? জেনে নিন সেলেবদের টিপস

এবার কী ধরনের পোশাকের চাহিদা আছে? এমন প্রশ্ন করাতে সন্দীপ জানান, হ্যান্ডলুমের উপরে লেস, এমব্রয়ডারির কাজ করা পাঞ্জাবি ফ্যাশনে আছে। আর তার চাহিদাও আছে এবার। জামদানি মডিফাই করে হ্যান্ডলুমের মধ্যে একই প্রিন্টের চাহিদা বেড়েছে এবার।"কী ধরনের রঙের এবার চাহিদা? সন্দীপের ফের উত্তর, প্রিন্টেড-এর চাহিদা রয়েছে। ফ্লোরাল প্রিন্টের চাহিদা কয়েকদিন আগে একেবারে কমে গেলেও এবার একটু চাহিদা আছে।

ট্রেন্ডি পোশাকে নজর কেড়েছেন দিতিপ্রিয়া

লং কুর্তির সঙ্গে মেয়েরা আজকাল সিগারেট প্যান্ট, স্ট্রেট প্যান্ট বেশি পছন্দ করছেন। সন্দীপ এই তথ্যের সঙ্গে সহমত প্রকাশ করেন। তিনি বলেন, "লেগিন্স ভুলে মহিলারা আজ স্ট্রেট কাট প্যান্ট, সিগারেট প্যান্ট পরছেন। স্ট্রেট কুর্তি পরছেন। আনারকলির চাহিদাও কম নয়। আর আনারকলির চাহিদা কোনওদিন কমবেও না।"

Last Updated : Aug 24, 2022, 7:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details