কলকাতা, 13 জুলাই: প্রিয়ম এবং ঝিলম । দুই বোনের সম্পর্কের রসায়নকে সম্বল করে বাংলা টেলিভিশনের পর্দায় স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে এসেছিল ধারাবাহিক 'জীবন সাথী' । এই ধারাবাহিকের দৌলতেই প্রথমবার ছোটপর্দায় অভিনয় করেন ইন্দ্রাণী দত্ত । প্রিয়ম, ঝিলম এবং সালাঙ্কারা, এই তিন নারী চরিত্র ছিল এই ধারাবাহিকের অন্যতম হাতিয়ার । ইন্দ্রাণীর সঙ্গে বাকি দুই চরিত্রে ছিলেন শ্রাবণী ভুইয়াঁ এবং দিয়া বসু ৷
সিরিয়াল শেষ হওয়ায় ইন্দ্রাণী দত্ত ব্যস্ত তাঁর নাচের দল নিয়ে । ইন্দ্রাণী অভিনীত 'বেলাশুরু' মুক্তি পেয়েছে ইতিমধ্যেই, বেশ ভাল সাফল্যও পেয়েছে এই ছবি । এবার প্রিয়ম এবং ঝিলমও ফিরলেন দুটি ভিন্ন চ্যানেলের দু'টি ধারাবাহিকে । ইতিমধ্যেই হাজির হয়েছে সেগুলির প্রোমো । সেখানে দু'জনকেই বেশ ডাকাবুকো, দাপুটে, প্রতিবাদী চরিত্রে দেখা যাচ্ছে । যদিও বেশ কয়েকবছর ধরেই বাংলা ধারাবাহিকের নায়িকারা প্রতিবাদী, স্পষ্টবাদী ।
একদিকে শ্রাবণী ভুইয়াঁ আসছেন 'মাধবীলতা' ধারাবাহিকে । ওদিকে প্রিয়ম অর্থাৎ দিয়া বসু এবার ধরা দেবেন 'ক্যানিং-এর মিনু' ধারাবাহিকে (Diya and Shrabani New Serials)। 'মাধবীলতা' ধারাবাহিকে শ্রাবণীর নামও মাধবীলতা ৷ সেখানে নিজের সবটুকু দিয়ে সে জঙ্গল বাঁচায় । জঙ্গলের গাছ কাটতে আসা লোকজনের সঙ্গে একা লড়াই করে সে । এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে 'বরণ' ধারাবাহিকের রুদ্রিক থুড়ি সুস্মিত মুখোপাধ্যায়কে ।