কলকাতা, 10 সেপ্টেম্বর: এবার পুজোয় আসছে বেশ অনেকগুলি ছবি ৷ আগামী 30 সেপ্টেম্বরই একইসঙ্গে মুক্তি পেতে চলেছে 'কাছের মানুষ', 'কর্ণসুবর্ণের গুপ্তধন' এবং 'অতি উত্তম'-এর মত ছবিগুলি ৷ তাই পুজোয় মন পড়ে থাকতেই পারে সিনেমাহলে ৷ কিন্তু ওয়েবের বিনোদনও কিন্তু পুজোয় মোটেই থেমে থাকছে না ৷ বরং দিতিপ্রিয়া রায় এবং সন্দীপ্তা সেনের হাত ধরে এই পুজোতেই আসছে নতুন ওয়েব সিরিজ 'বোধন' (Ditipriya Roy Sandipta Sen Starrer Bodhon)৷ নারী শক্তির জাগরণের গল্প তুলে ধরবে এই কাহিনি(New Web Series Bodhon) ৷
এই হইচই অরিজিনাল সিরিজের পোস্টার শেয়ার করে শুক্রবার দিতিপ্রিয়া লেখেন, 'এই পুজোয় হোক নারী শক্তির বোধন ! বোধন আসছে খুব তাড়াতাড়ি (Ditipriya Roy New Series)৷' সিরিজের যে পোস্টার শেয়ার করেছেন দিতি তাতে দুই অভিনেত্রীর লুক ছাড়াও সামনে এসেছে সমাজের বেশ কিছু এমন মন্তব্য় যা মেয়েদের সকাল বিকেল শুনতে হয় ৷