পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Web Series Charki : খুন, যৌনতা, পরকীয়া নয় ; ওয়েবে এবার শুধুই এক মায়ের গল্প - খুন রাহাজানি পরকীয়া নয় ওয়েবে এবার শুধুই এক মায়ের গল্প

ওয়েব সিরিজ মানেই যেন খুন, রাহাজানি, প্রতিশোধ, চরম রোম্যান্স আর উদ্দাম যৌনতা । এবার এই ধারনা খানিকটা বদলে দিতে আসছে ওয়েব সিরিজ 'চরকি' (New Web Series Charki By Tuhin Sinha)।

New Web Series Charki
খুন, রাহাজানি, পরকীয়া নয়, ওয়েবে এবার শুধুই এক মায়ের গল্প

By

Published : Apr 6, 2022, 9:39 AM IST

কলকাতা, 6 এপ্রিল : "বন্যেরা বন্যে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে"। আর এই 'মা' শব্দটিই যথেষ্ট একজন সন্তানের কাছে সমস্ত বাধা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর করার জন্য । মা ডাকের মধ্যেই এক অনাবিল শান্তি ৷ তাই মায়ের গল্প কবিতা সিনেমায় উঠে এসেছে বারংবার । এবারও এক মা এবং তাঁর সন্তানের সম্পর্কের টানাপোড়নের গল্প বলতে আসছে ওয়েব সিরিজ 'চরকি' (New Web Series Charki By Tuhin Sinha)।

'স্বভূমি এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে ডঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় এবং তুহিন সিনহার পরিচালনায় তৈরি হয়েছে 'চরকি'। তুহিনের কথায়, "সাধারণত ওয়েব সিরিজে খুন, চুরি, ডাকাতি, রহস্যের আধিক্য আমরা দেখি । কিন্তু এই ওয়েব সিরিজ সম্পর্কের টানাপোড়নের গল্প বলবে ।" ছবির গল্প নিয়ে তিনি বললেন, "একজন বছর চল্লিশের পুরুষের সঙ্গে এক কম বয়সী মেয়ের বিয়ে হয় । মেয়েটি অভিনেত্রী হতে চেয়েছিলেন । কেরিয়ার সচেতন হওয়ায় মা হতে চাননি । আবার এই মেয়েকেই পরে মা হওয়ার জন্য কাকুতি মিনতি করতে দেখা যায় । এরকমই এক গল্প নিয়ে 'চরকি'। সৌমিত্র কুণ্ডুর সংগীত আয়জনে ইন্দ্রাণী সেন এই সিরিজে রবীন্দ্র সঙ্গীত গাইবেন ।"

আরও পড়ুন :শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করলেন অনন্যা ?

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায় । এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শ্রেয়াশা ঘোষ, ডঃ প্রবীর ভৌমিক এবং দেবকন্যা হাজরা । এছাড়াও তপন রায়, কাজু হালদার, বনশ্রী রায়, অনসূয়া পাত্র, ইতি দাস, শতাব্দী দাস, অরিত্র আরও অনেকে । চিত্রগ্রহণে পার্থ রক্ষিত । ছবিটি শীঘ্রই মুক্তি পাবে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details