কলকাতা, 6 এপ্রিল : "বন্যেরা বন্যে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে"। আর এই 'মা' শব্দটিই যথেষ্ট একজন সন্তানের কাছে সমস্ত বাধা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূর করার জন্য । মা ডাকের মধ্যেই এক অনাবিল শান্তি ৷ তাই মায়ের গল্প কবিতা সিনেমায় উঠে এসেছে বারংবার । এবারও এক মা এবং তাঁর সন্তানের সম্পর্কের টানাপোড়নের গল্প বলতে আসছে ওয়েব সিরিজ 'চরকি' (New Web Series Charki By Tuhin Sinha)।
'স্বভূমি এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে ডঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় এবং তুহিন সিনহার পরিচালনায় তৈরি হয়েছে 'চরকি'। তুহিনের কথায়, "সাধারণত ওয়েব সিরিজে খুন, চুরি, ডাকাতি, রহস্যের আধিক্য আমরা দেখি । কিন্তু এই ওয়েব সিরিজ সম্পর্কের টানাপোড়নের গল্প বলবে ।" ছবির গল্প নিয়ে তিনি বললেন, "একজন বছর চল্লিশের পুরুষের সঙ্গে এক কম বয়সী মেয়ের বিয়ে হয় । মেয়েটি অভিনেত্রী হতে চেয়েছিলেন । কেরিয়ার সচেতন হওয়ায় মা হতে চাননি । আবার এই মেয়েকেই পরে মা হওয়ার জন্য কাকুতি মিনতি করতে দেখা যায় । এরকমই এক গল্প নিয়ে 'চরকি'। সৌমিত্র কুণ্ডুর সংগীত আয়জনে ইন্দ্রাণী সেন এই সিরিজে রবীন্দ্র সঙ্গীত গাইবেন ।"