কলকাতা, 22 অগস্ট: 22 অগস্ট থেকে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মাধবীলতা'( New Serial Madhabilata )। বাংলা টেলিভিশনে ফের এক লড়াকু মেয়ের কাহিনি । জঙ্গলমহলের প্রেক্ষাপটে বেড়ে ওঠা এক গল্প । জঙ্গলের বুকে ঘটে যাওয়া এক সত্য ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়েই গড়ে উঠেছে স্নেহাশিস চক্রবর্তীর এবারের গল্প। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্নেহাশিস চক্রবর্তী স্বয়ং (Serial Madhabilata is Coming Soon)।
একটা পলাশ গাছকে আঁকড়ে ধরে বাঁচে মাধবীলতা । তার মাকে সেই গাছেই ঝুলিয়ে মেরে ফেলা হয় । কিন্তু কে মেরেছে তা তার দিদি ছাড়া কেউ জানে না । আর দিদি তার মায়ের হত্যা চোখের সামনে দেখে আজ বাকশক্তি হারিয়েছে । মাধবীলতা নিজের প্রাণ দিয়ে গাছ বাঁচাতে প্রস্তুত । গাছ কাটতে এলে হাতে ধারালো অস্ত্র নিয়ে লড়াই করে সে । কেউ গাছ কাটতে এলে তার হাত কেটে নেওয়ার জন্য প্রস্তুত সে ।
প্রোমোতেই মাধবীলতা থুড়ি অভিনেত্রী শ্রাবণী ভুইয়াঁর কেরামতি, ফাইট সিন দেখে ফেলেছে দর্শক ৷ এই নিয়ে নেট পাড়ায় ইতিমধ্যেই মন্তব্যের ঝড় উঠেছে। কেউ কেউ তো বাহুবলীর সঙ্গেও মাধবীলতার তুলনা করে বসে আছেন । এই প্রসঙ্গে ধারাবাহিকের প্রযোজক তথা পরিচালক স্নেহাশিস চক্রবর্তী বলেন(Director Snehasis Chakraborty on Madhabilata ),"আমি জীবনের অনেকটা সময় জঙ্গলে কাটিয়েছি । মাধবীলতা জঙ্গলেরই একটা রিয়েল ক্যারেক্টার । এই মাধবীলতা বাহুবলীর থেকেও বড় চরিত্র বলে মনে করি আমি। বাহুবলী নিজের রাজ্যের জন্য লড়েছে। আর মাধবীলতা গোটা মানবজাতির হয়ে লড়াই করছে । সে গাছ বাঁচানোর যজ্ঞে শামিল । পরিবেশ, মানবজাতিকে রক্ষা করার কাজে নিজেকে নিয়োজিত করেছে স্বেচ্ছায় । সে লেখাপড়াও জানে । সে সুন্দরী । বাহুবলী কেবল ছেলেরা নয়, মেয়েরাও হতে পারে এটা দর্শক দেখবে । মাধবীলতা এখানে নিজের বাহুবলের কেরামতি দেখাবে ।"
স্নেহাশিস চক্রবর্তী আরও বলেন, "আমি এমন একজনকে মাধবীলতার চরিত্রের জন্য চেয়েছিলাম যে ডায়েট করে সারাদিন রোগা থাকার মন্ত্রে দীক্ষিত নয় । একটু স্বাস্থ্য ভাল এমন চেয়েছিলাম । কারণ মাধবীলতাকে প্রচুর ফাইট সিন করতে হবে । সেটা একজন ছিপছিপে, রোগা পাতলা নায়িকাকে দিয়ে করানো সম্ভব নয় । কেননা দর্শক সেটা নেবেন না । অবাস্তব মনে হবে । তাই শ্রাবণীকে নেওয়া ।"