পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Devoleena on The Kerala Story: দ্য কেরালা স্টোরিকে ধর্মবিরোধী মনে হয়নি তাঁর মুসলিম স্বামীর, জানালেন দেবলীনা - দেবলীনা ভট্টাচার্য

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সাম্প্রতিক বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরি সম্পর্কিত একটি টুইটার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন । তিনি বলেন, তিনি তাঁর মুসলিম স্বামী শানওয়াজ শেখের সঙ্গে ছবিটি দেখেছেন ৷

Devoleena on The Kerala Story
Devoleena on The Kerala Story

By

Published : May 13, 2023, 5:33 PM IST

হায়দরাবাদ, 13 মে: ভিন ধর্মে 'প্রেম' ছিল ৷ কিন্তু দ্য কেরালা স্টোরি দেখার পর ছিন্ন হল সেই 'ভালোবাসার' বন্ধন ৷ বিতর্কের কেন্দ্রে থাকা এই ছবি দেখার পর মুসলিম প্রেমিকের সঙ্গে ব্রেক-আপ করেছেন এক যুবতী ৷ টুইটারে পোস্ট করা এই গল্পেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টেলিভিশনের অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছেন, তাঁর মুসলিম স্বামী এই ছবি দেখে তার প্রশংসাই করেছেন ৷

শনিবার সেই টুইটে জানানো হয়, ভিন ধর্মের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল এক যুবতীর ৷ তিনি তাঁর প্রেমিককে দ্য কেরালা স্টোরি দেখতে যেতে বলেছিলেন ৷ কিন্তু তাতে আপত্তি জানান প্রেমিক ৷ শুধু তাই নয়, এই আবদারের জন্য প্রেমিকাকে 'ইসলামোফোবিক' বলে নাকি অভিযুক্ত করেন তিনি ৷ এই নিয়ে বাক-বিতণ্ডা করে অবশেষে ছবিটি দেখার পর তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন ওই যুবতী ৷ দ্য কেরালা স্টোরির যে প্রভাব সমাজের উপর পড়েছে, তার কারণেই এই ছবি নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করা হয় দেবলীনার পোস্টে ৷

টুইটে লেখা ছিল, "আমার সহকর্মীর বন্ধু নিধির একটি আন্তঃধর্মীয় সম্পর্ক ছিল । তিনি হাল্কাচালেই তাঁর প্রেমিককে দ্য কেরালা স্টোরি দেখতে যেতে বলেন । প্রেমিক শুধু সেই প্রস্তাব প্রত্যাখ্যানই করেননি, বরং তাঁকে (যুবতী) গালিগালাজও করেন এবং তাঁকে ইসলামোফোবিক বলে অভিযুক্ত করেন । এতে ভয় পেয়ে যান ওই যুবতী এবং তিনি তাঁর প্রেমিককে জিজ্ঞেস করেন যে, কেন তিনি এত অভদ্র ব্যবহার করছেন ? তিনি একজন মুসলিম ছেলের সঙ্গে ডেটিং করছেন, তাহলে তিনি কীভাবে ইসলামোফোবিক হলেন !"

সেই টুইটে আরও লেখা হয়েছে, "তাঁর প্রেমিক তাঁকে উত্তর দিয়েছিলেন যে, তিনি যদি ইসলামোফোবিক না হন, তবে তাঁর উচিত ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁকে বিয়ে করা । মেয়েটি রাজি হয়ে যান । কিন্তু, তিনি তখনও ফিল্মটি দেখতে চান । তাই তিনি আমার বন্ধুর সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলেন । কিন্তু তার পরেই তিনি তাঁর প্রেমিককে ডেকে পাঠান এবং ব্রেক আপ করেন । কেরালার স্টোরির এমনই প্রভাব পড়েছে সমাজের উপর । এই কারণেই তাঁরা ছবিটি নিষিদ্ধ করতে চায় । সবাই জেগে উঠছে ।"

পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে দেবলীনা লিখেছেন, "এমনটা সবসময় হয় না । আমার স্বামী একজন মুসলিম এবং আমার সঙ্গে তিনি ছবিটি দেখতে গিয়েছিলেন এবং তিনি এটির প্রশংসা করেছেন । তিনি এটিকে অপরাধ হিসাবে নেননি বা তিনি মনে করেননি এটি তাঁর ধর্মের বিরুদ্ধে । এবং আমি মনে করি প্রত্যেক ভারতীয়ের এমনই হওয়া উচিত ।"

বিপুল শাহ প্রযোজিত দ্য কেরালা স্টোরিতে আদা শর্মা, যোগীতা বিহানি, সিদ্ধি ইদনানি এবং সোনিয়া বালানি প্রধান চরিত্রে অভিনয় করেছেন । কেরলের 32,000 মহিলা নিখোঁজ হয়ে সন্ত্রাসবাদী সংগঠন আইসিসে যোগদান করেছে বলে দাবি করা হয়েছে এই ছবিতে ৷ এর ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ পরে ট্রেলার থেকে এই সংখ্যাটা বাদ দেওয়া হয় ৷ পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে ৷

আরও পড়ুন:দৌড় অব্যাহত ! 100 কোটির ক্লাব থেকে আর কত দূরে 'দ্য কেরালা স্টোরি'?

ABOUT THE AUTHOR

...view details