হায়দরাবাদ, 13 মে: ভিন ধর্মে 'প্রেম' ছিল ৷ কিন্তু দ্য কেরালা স্টোরি দেখার পর ছিন্ন হল সেই 'ভালোবাসার' বন্ধন ৷ বিতর্কের কেন্দ্রে থাকা এই ছবি দেখার পর মুসলিম প্রেমিকের সঙ্গে ব্রেক-আপ করেছেন এক যুবতী ৷ টুইটারে পোস্ট করা এই গল্পেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন টেলিভিশনের অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছেন, তাঁর মুসলিম স্বামী এই ছবি দেখে তার প্রশংসাই করেছেন ৷
শনিবার সেই টুইটে জানানো হয়, ভিন ধর্মের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল এক যুবতীর ৷ তিনি তাঁর প্রেমিককে দ্য কেরালা স্টোরি দেখতে যেতে বলেছিলেন ৷ কিন্তু তাতে আপত্তি জানান প্রেমিক ৷ শুধু তাই নয়, এই আবদারের জন্য প্রেমিকাকে 'ইসলামোফোবিক' বলে নাকি অভিযুক্ত করেন তিনি ৷ এই নিয়ে বাক-বিতণ্ডা করে অবশেষে ছবিটি দেখার পর তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন ওই যুবতী ৷ দ্য কেরালা স্টোরির যে প্রভাব সমাজের উপর পড়েছে, তার কারণেই এই ছবি নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি করা হয় দেবলীনার পোস্টে ৷
টুইটে লেখা ছিল, "আমার সহকর্মীর বন্ধু নিধির একটি আন্তঃধর্মীয় সম্পর্ক ছিল । তিনি হাল্কাচালেই তাঁর প্রেমিককে দ্য কেরালা স্টোরি দেখতে যেতে বলেন । প্রেমিক শুধু সেই প্রস্তাব প্রত্যাখ্যানই করেননি, বরং তাঁকে (যুবতী) গালিগালাজও করেন এবং তাঁকে ইসলামোফোবিক বলে অভিযুক্ত করেন । এতে ভয় পেয়ে যান ওই যুবতী এবং তিনি তাঁর প্রেমিককে জিজ্ঞেস করেন যে, কেন তিনি এত অভদ্র ব্যবহার করছেন ? তিনি একজন মুসলিম ছেলের সঙ্গে ডেটিং করছেন, তাহলে তিনি কীভাবে ইসলামোফোবিক হলেন !"