কলকাতা, 10 জুন :এবার ভিলেন চরিত্রে টেলিভিশনে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা কুমারকে । ছোটপর্দায় তাঁর অভিষেক হয়েছে দিনকয়েক আগেই । বাংলা ধারাবাহিক 'জয় জগন্নাথ'-এর মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ করেছেন দেবলীনা কুমার । চরিত্রটা পজিটিভ ৷ তবে এবার তাঁকে পাওয়া যাবে একেবারে খলচরিত্রে (Devlina Kumar New Serial)।
টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি'। মুখ্য ভূমিকায় প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায় । সেখানেই আউট অ্যান্ড আউট ভিলেন ইমেজে থাকবেন দেবলীনা । পালটে যাবে তাঁর সাজগোজের ধরন । নিজের এই নয়া অবতারে কতটা খুশি, জানতে চাইলে দেবলীনা বলেন, "আমি খুব এক্সাইটেড নেগেটিভ চরিত্র নিয়ে । কারণ নেগেটিভ ক্যারেক্টাররা টিভিতে খুব গ্ল্যামারাস ইমেজে ধরা দেন । একটা নিজস্ব অরা থাকে তাঁদের । ফ্যাশনেবল হন তাঁরা ৷ তাই আমি খুব খুশি ।"
এবার খলচরিত্রে দর্শকের মনোরঞ্জন করতে আসছেন তিনি ওদিকে দেবলীনার স্বামী গৌরব চট্টোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা । 'দুর্গা', 'করুণাময়ী রানি রাসমণি', 'বধূবরণ' এবং 'গাঁটছড়া'র দৌলতে তিনি দর্শকের খুব পছন্দের অভিনেতা । তাঁকে ঘিরে উৎসাহের অন্ত নেই দর্শকমনে ।
এহেন গৌরবের সঙ্গে দেবলীনা ছোটপর্দায় জুটি বাঁধতে চান কি না, জানতে চাইলে দেবলীনা সহাস্যে বলেন, "টেলিভিশনে ইচ্ছে আছে বলব না । কারণ সারাদিন যেহেতু বাড়িতে একসঙ্গে থাকা হয় তাতে ঝগড়া হয় প্রচুর । আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক । তাই ঝগড়া, খুনসুটি লেগেই থাকে, যেটা একটা সম্পর্কের খুব স্বাভাবিক চিত্র । এরপর কাজের জায়গাতেও সারাদিন দেখা হলে ঝগড়া হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে ।"
ছোট পর্দায় দেবলীনা কুমারের অভিষেক হয়েছে আগেই তিনি আরও বলেন, "তবে হ্যাঁ, গৌরব ভীষণ ব্রিলিয়ান্ট অ্যাক্টর । ওঁর সঙ্গে অভিনয় করতে পারলে আমার নিজের অভিনয় অনেকবেশি পলিশড হবে বলে মনে করি আমি । অনেককিছু শিখতে পারব আমি । এক্ষেত্রে আমি বলব ছোটখাটো ক্যামিও বা ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ পেলে ভাল হয় । তাতে টানা অনেকদিন একসঙ্গে কাজ করতে হবে না। টেলিভিশনে টানা কাজ একসঙ্গে করতে গেলে ঝগড়ার পরিমাণ বেড়ে যাবে, সত্যি বলছি ।"
আরও পড়ুন : নন্দনেও 'ভালবাসার মরশুম', বিবাদ শেষে জায়গা পেল সৃজিতের 'X=প্রেম'
প্রসঙ্গত, দেবলীনা কুমার এই সময়ে দাঁড়িয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী । 'তীরন্দাজ শবর'-এও নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করেছেন । পাশাপাশি নাটকের সঙ্গেও যুক্ত তিনি । এরই মাঝে শুরু হয়েছে টেলি জার্নি । উল্লেখ্য, 'ডান্স বাংলা ডান্স'-এও বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । এবার ভিলেন ইমেজে কীভাবে নিজেকে মেলে ধরেন তিনি দেখতে উৎসুক দর্শক ।