কলকাতা, 18 এপ্রিল:বাংলা টেলিভিশনের পর্দায় গঙ্গাবক্ষে বর্ষবরণ উৎসব দেখলেন দর্শকরা ৷ সুসজ্জিত লঞ্চবিহারে জমে উঠল বর্ষবরণ উৎসব । কে না ছিলেন এই অনুষ্ঠানে? তবে, মধ্যমণি দেব । অভিনেতা থেকে সঙ্গীত শিল্পী- সকলেই হাজির । সকলের সঙ্গেই মজাদার গল্প আড্ডায় মেতে উঠলেন দেব ৷ ছিল গান, নাচ । এই সুপারস্টারকে পাশে পেয়ে রীতিমত আনন্দে গা ভাসালেন সৌমিতৃষা (মিঠাই), মোহনা (গৌরী), শ্রুতিরা (নয়ন) (Nababarsha celebration with Tele Celebs )।
কে কার পাশে বসাবেন সুপারস্টার দেবকে, তা নিয়ে একপ্রকার টানাটানি । সকলেই তাঁর সঙ্গে তুললেন ছবি । আর দেব! তিনি তো এদিন মিঠাইকে দিয়ে দিলেন সুপার ডুপার স্টারের তকমা ! তাঁর কথায়, "আমার মনে হয় মানুষ আমাকে যতটা না চেনে তার থেকে অনেক বেশি চেনে মিঠাইকে । সি ইজ এ সুপার ডুপার স্টার ।..." দেবের মুখে এই কথা শুনে মিঠাই থুড়ি সৌমিতৃষা আপ্লুত হলেও মাথানত করলেন দেবের কাছে । করজোড়ে বলে ফেললেন, "এ বাবা।"
পছন্দের অভিনেতার সঙ্গে এদিন নাচেও তাল মেলালেন মিঠাই । বাড়তি পাওনা মিঠাইয়ের ভুল ইংরেজি শব্দ সঞ্চয়ন । এই প্রসঙ্গেও দেব মিঠাইকে মজা করে বললেন, "তোমার ইংরেজিটা আমার বাংলার মতোই খারাপ ।" এভাবেই জমে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান । হাজির ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, মনোময় ভট্টাচার্য, সুরজিৎ, ইমন চক্রবর্তী, সিধু, পটা-সহ সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের নায়িকারাও ৷ মিঠাই, গৌরী, নয়ন, যমুনা, রানিমা, ঊর্মি, শ্যামা-সহ সারেগামাপার অঙ্কিতা, অনুষ্কা, অনীক ধরকে নিয়ে জমে উঠল অনুষ্ঠান ।