পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Debjani Chatterjee : কনটেন্ট না বদলালে টেলিভিশন তার দর্শক হারাবে, সোজা সাপটা দেবযানী - কনটেন্ট না বদলালে টেলিভিশন তার দর্শক হারাবে সোজা সাপটা মত দেবযানী চট্টোপাধ্যায়ের

"বাংলা ধারাবাহিকের কনটেন্টে অবিলম্বে বদল না আনলে টেলিভিশন তার দর্শক হারাবে ।" সোজা সাপটা বক্তব্য অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের (Debjani Chatterjee Shares Her Thoughts on Television )৷

Debjani Chatterjee
Debjani Chatterjee

By

Published : May 24, 2022, 11:01 AM IST

কলকাতা, 23 মে: বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি । নেগেটিভ এবং পজিটিভ সব রকমের চরিত্রে দর্শকের মন জয় করে চলেছেন আজ বেশ কয়েক বছর ধরে । দেশের বাইরেও দেবযানী চট্টোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা দেখার মতো । টেলিভিশনের পাশাপাশি টুকটাক ছবিতেও কাজ চলছে ৷ অরিন্দম শীল পরিচালিত বাংলা গোয়েন্দা সিনেমা 'তীরন্দাজ শবর'-এ রয়েছেন তিনি ৷ চরিত্রের নাম পাপিয়া সমাদ্দার ৷ দেবযানী এখানে অরিন্দম শীলের স্ত্রী'র ভূমিকায় ।

অরিন্দম শীলের পরিচালনায় এর আগে 'দুর্গা সহায়' ছবিতে অভিনয় করলেও তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার এই প্রথম ৷ একইভাবে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গেও প্রথমবার অভিনয় করবেন দেবযানী । এর আগে বাংলা ধারাবাহিক 'এই তো জীবন'-এ দু'জন অভিনয় করলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি । এবার ষোলো কলা পূর্ণ হল । দুই পছন্দের নায়কের সঙ্গেই পর্দা শেয়ার করবেন তিনি ।

বাংলা ছবিতে খুব কম দেখা গেলেও টেলিভিশনের ব্যস্ত নায়িকা দেবযানী । এই মুহূর্তে 'যমুনা ঢাকি' ধারাবাহিকে তাঁর কামাল দেখছে দর্শক । এরই মাঝে 'তীরন্দাজ শবর'-এর মত একটা বড় ব্রেক তাঁর কেরিয়ারে । এবার থেকে বড় পর্দায় একটু বেশিই মন দিতে চান দেবযানী, জানালেন ইটিভি ভারতকে । পা রাখতে চান ওটিটি-র দুনিয়াতেও । সেখানে এখনও অভিষেক হয়ে ওঠেনি তাঁর । ইটিভি ভারতেরক প্রতিনিধিকে সেই কথা বলতে গিয়ে বললেন, "অনেকেই আমাকে বলে আমি কেন শুধুই টেলিভিশন করি । জিজ্ঞাসা করে, বড় পর্দায় কেন কম কাজ আমার ? আমি বলি, টেলিভিশন আমার কাছে ওয়ার্কশপের মতো । অভিনয়ের প্রতিদিনের প্র‍্যাকটিস টেলিভিশন না করলে হয় না । প্রতিদিনই শিখি ।"

টেলিভিশন, সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও পা রাখতে চান দেবযানী

এহেন দেবযানীর কণ্ঠেই টেলিভিশন নিয়ে কিছুটা অন্য সুরও শোনা গেল (Debjani Chatterjee Shares Her Thoughts on Television)। বাংলা ধারাবাহিকের কনটেন্ট নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে বললেন, "বাংলা ধারাবাহিকের কনটেন্টে অবিলম্বে বদল না আনলে টেলিভিশন তার দর্শক হারাবে । গল্প আরও বেশি ঘটনা নির্ভর হওয়া উচিত । মুখে বলা হচ্ছে এক নারীর লড়াই । অথচ তাঁকে কোটি কোটি টাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলা হচ্ছে । অথচ সেই মানুষটা সাংসারিক ঝামেলায় ব্যস্ত । একটা সিনেও ব্যবসার কাজে দেখানো হচ্ছে না তাঁকে ।" তাঁর কথায়, "মাঝবয়সি মহিলাদের জীবনের সংগ্রাম দেখানো হয় কই ? তাঁদের কি সমাজে কোনও ভূমিকা নেই ? যদিও বেশ কয়েকটা ধারাবাহিকে আজকাল মাঝবয়সিদের লড়াই দেখানো হচ্ছে । এই বদলটা আরও বেশি করে দরকার । না হলে খুব সমস্যা আছে । 2022-এ দাঁড়িয়ে অবাস্তব কিছু দেখালে দর্শক সেটা নেবে না । আমার মনে হয় এই নিয়ে অবশ্যই কর্তা ব্যক্তিরা চিন্তাভাবনা করবেন বা করছেন ।"

এই প্রসঙ্গে দেবযানী আরও বলেন, "মানুষ ভাল কনটেন্ট চায় । তার কাছে এখন ভাল গল্প দেখার অনেক অপশন চলে এসেছে । তাঁরা ওটিটিতে নানারকমের গল্প দেখে । তাই দর্শককে টানতে ভাল গল্প না দেখালে তারা থাকবে কেন ? দর্শক হলে যায় থ্রিলার দেখতে । তা হলে তারা টিভিতে দেখবে না কেন ? আলবাত দেখবে । কিন্তু সমস্যা হচ্ছে রিস্কটা কে নেবে ? বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে ? দর্শককে ধরে রাখতে কনটেন্টে বদল আনতেই হবে ।"

দেবযানীর কণ্ঠেই টেলিভিশন নিয়ে অন্য সুর শোনা গেল

পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় নবাগতদের বলতেন, "সিনেমায় অভিনয় করার আগে একটু টেলিভিশনে কাজ করে এসো ।" এই প্রসঙ্গ টানলে অভিনেত্রী বলেন, "যে সময়ে উনি এই কথা বলে গিয়েছেন সেই সময় চিত্রটা একেবারে আলাদা ছিল । তখন খুব ভাল কাজ হত টেলিভিশনে । ভাল কাজ এখনও হচ্ছে না তা বলছি না । আমি কনটেন্ট-এর নিরিখে বলছি । বাপ্পাদিত্য যে সময়ের কথা বলেছেন সেই সময়ে দারুণ কনটেন্ট-এ কাজ হত । তখন ফিল্ম করার খিদেটাই ছিল না আমার । বরং তখন ফিল্মে অত ভাল কাজ হত না । টেলিভিশনে অনেক প্রোগ্রেসিভ কনটেন্টে কাজ হত । যাঁরা আজ বাংলার সুপরিচালক তাঁরা সকলেই তখন অনেক ভাল ভাল টেলিফিল্ম বানিয়েছেন । সেই সময়ে কনটেন্ট-এর স্ট্র‍্যান্ডার্ড খুবই ভাল ছিল । সেই সময়কার কথা বাপ্পাদিত্য বলে গেছেন । সেই সময় সত্যিই কাজ শিখতে গেলে টেলিভিশন করতে হত । আমি তো টেলিভিশন করেই কাজ শিখেছি । এখন শুধুই টেলিভিশন করলে কাজ শেখা যাবে না, মুশকিল আছে । আমি এই এক ধরনের কনটেন্ট-এ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি বছরের পর বছর ধরে । চরিত্রগুলো এখন একটা ফর্মুলা হয়ে গেছে । অনেকরকমের চরিত্র হচ্ছে না ৷ নতুনদেরও থিয়েটার, ছবির কাজের চেষ্টা করা উচিত ।"

আরও পড়ুন: 'তীরন্দাজ শবর' নিয়ে আড্ডায় দেবযানী চট্টোপাধ্যায়

"টেলিভিশনে কাজ করার কোনও প্যারামিটার নেই তো আসলে । সবাই টেলিভিশনে কাজ করতে চলে আসে আজকাল । শেখার ইচ্ছেটাই নতুন প্রজন্মের নেই ।" কথা প্রসঙ্গে এই দিকটাও তুলে ধরেন অভিনেত্রী । প্রসঙ্গত, 'গুলদাস্তা'র পর ফের পরিচালক অর্জুন দত্তর সঙ্গে একটি ছবিতে কাজ করছেন অভিনেত্রী । তবে, সেই ছবির ব্যাপারে এখনই কিছু বলতে চান না দেবযানী চট্টোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details