পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dance Dance Junior Grand Finale: আজ গ্র‍্যান্ড ফিনালের পথে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি' - Dance Dance Junior Grand Finale is Coming Soon

শেষ হতে চলেছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি' ৷ আজ থেকে শুরু গ্র্যান্ড ফিনালের দুই পর্ব ৷ লড়বে আনন্দ, চিত্রিতা, সমৃদ্ধি , আরোহী, কথাকলি এবং অনুষ্কারা (Dance Dance Junior Grand Finale is Coming Soon ) ।

Dance Dance Junior Grand Finale
চ্যানেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল দু'দিন ধরে চলবে এই গ্রান্ড ফিনালে

By

Published : Dec 31, 2022, 12:13 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: 6 অগস্ট থেকে শুরু হয়েছিল 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র সফর (Dance Dance Junior Grand Finale) । বিচারকের আসনে ছিলেন দেব, রুক্মিণী আর মনামী । এই রিয়ালিটি শো-তেই প্রথমবার বিচারকের দায়িত্ব সামলালেন দেবপ্রিয়া রুক্মিণী । ওদিকে ক্যাপ্টেনের আসনে ছিলেন দীপান্বিতা রক্ষিত, অভিষেক বসু এবং তৃণা সাহা । হাসি-কান্নার দোলদোলানোয় কেটে গেল চার চারটে মাস । এবার চূড়ান্ত পর্বের পথে এই ডান্স রিয়ালিটি শো(Dance Dance Junior Grand Finale is Coming Soon) ।

ইতিমধ্যে সেমিফাইনাল রাউন্ড থেকে বাদ পড়েছে অনুব্রত । তবে, ফাইনালে নিজের বেইলি ডান্সের জাদু ছড়াতে দেখা যাবে তাকেও । স্পেশাল পারফরম্যান্স করার সুযোগ দেওয়া হয়েছে তাকে । আর ফাইনালের লড়াইতে থাকছে কারা কারা? লড়বে বিহারের লালা আনন্দ, পাওয়ার গার্ল চিত্রিতা, রয়্যাল বেঙ্গল টাইগ্রেস সমৃদ্ধি , হিরোইন আরোহী, কাঠবিড়ালি কথাকলি এবং ক্লাসিক্যাল কুইন অনুষ্কা । ছোটদের নাচের জাদুর সঙ্গে বাড়তি মজা হিসেবে তো থাকছেই ভাসান বাপির ক্যারিশ্মা আর লাড্ডু-উদিতার সঞ্চালনা(Dance Dance Junior Grand Finale on 31 Dec and 1 Jan) ।

শেষ হতে চলেছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি' ৷ আজ থেকে শুরু গ্র্যান্ড ফিনালের দুই পর্ব

আরও পড়ুন:ছবিতে নিষিদ্ধ ড্রাগের প্রচার, পরিচালকের বিরুদ্ধে দায়ের মামলা

চ্যানেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল দু'দিন ধরে চলবে এই গ্রান্ড ফিনালে । পুরোনো বছরের শেষদিন আর নতুন বছরের প্রথম দিন মিলিয়ে দুই দিনের পর্বে থাকছে দারুণ দারুণ চমক । দর্শকের মন মাতাবে লিটল স্টারেরা । আর এদের উৎসাহ দিতে হাজির থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যীশু সেনগুপ্ত । ভোটাভুটির পালা শেষ। এবার অপেক্ষা শেষ বিচারের। বর্ষশেষে আর বর্ষবরণের রাতে তাই চোখ রাখতে হবে টিভির পর্দায়।

ABOUT THE AUTHOR

...view details