কলকাতা, 31 জানুয়ারি: 11 ফেব্রুয়ারি থেকে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে 'ডান্স বাংলা ডান্স সিজন 12'(Dance Bangla Dance New Season)। এবারের বড় চমক দু'টি। প্রথমটি হল, এই প্রথমবার কোনও বাংলা চ্যানেলের ডান্স রিয়ালিটি শো-এর বিচারকের আসনে বসবেন বাংলার মেয়ে বলিউড তারকা মৌনি রায় । এর আগে অবশ্য 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র মঞ্চে অতিথি বিচারক হিসেবে দু'টি পর্বে দেখা মিলেছিল তাঁর । তবে, এবার গুরুদায়িত্বে প্রতি পর্বে থাকবেন তিনি । ওদিকে পাক্কা দশ বছর পর বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ।
'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে একটা সময় মিঠুনই ছিলেন প্রধান আকর্ষণ । তাঁর হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই শো ৷ ঠিক যেমন একসময় তিনি তাঁর নাচ দিয়ে নতুন এক অধ্যায় লিখেছিলেন হিন্দি ছবির জগতে ৷ এই মঞ্চটি ছিল তাঁর নিজের ঘরের মতো । তাঁর কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত চ্যানেলের সকলে এবং মহাগুরু স্বয়ং । মিঠুন থেকে মহাগুরু হয়ে ওঠা তাঁর এই মঞ্চেই, এ কথা নিজের মুখেই স্বীকার করেন তিনি । এবারের বিচারকের প্যানেলে রয়েছেন মৌনি রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় । আর সঞ্চালনায় থাকছেন অঙ্কুশ হাজরা ।