পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dance Bangla Dance: বাংলা রিয়ালিটি শোতে প্রথমবার বিচারকের আসনে মৌনি, আসছে 'ডান্স বাংলা ডান্স' নতুন সিজন - Dance Bangla Dance New Season

11 ফেব্রুয়ারি ফের আসতে চলেছে 'ডান্স বাংলা ডান্স'-এর নতুন মরশুম (Dance Bangla Dance New Season)। এবার বিচারকের আসনে দেখা যাবে মৌনি রায়, মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ৷

Etv Bharat
বাংলা রিয়ালিটি শোতে প্রথমবার বিচারকের আসনে মৌনি

By

Published : Jan 31, 2023, 11:27 AM IST

কলকাতা, 31 জানুয়ারি: 11 ফেব্রুয়ারি থেকে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে 'ডান্স বাংলা ডান্স সিজন 12'(Dance Bangla Dance New Season)। এবারের বড় চমক দু'টি। প্রথমটি হল, এই প্রথমবার কোনও বাংলা চ্যানেলের ডান্স রিয়ালিটি শো-এর বিচারকের আসনে বসবেন বাংলার মেয়ে বলিউড তারকা মৌনি রায় । এর আগে অবশ্য 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র মঞ্চে অতিথি বিচারক হিসেবে দু'টি পর্বে দেখা মিলেছিল তাঁর । তবে, এবার গুরুদায়িত্বে প্রতি পর্বে থাকবেন তিনি । ওদিকে পাক্কা দশ বছর পর বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ।

'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে একটা সময় মিঠুনই ছিলেন প্রধান আকর্ষণ । তাঁর হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এই শো ৷ ঠিক যেমন একসময় তিনি তাঁর নাচ দিয়ে নতুন এক অধ্যায় লিখেছিলেন হিন্দি ছবির জগতে ৷ এই মঞ্চটি ছিল তাঁর নিজের ঘরের মতো । তাঁর কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত চ্যানেলের সকলে এবং মহাগুরু স্বয়ং । মিঠুন থেকে মহাগুরু হয়ে ওঠা তাঁর এই মঞ্চেই, এ কথা নিজের মুখেই স্বীকার করেন তিনি । এবারের বিচারকের প্যানেলে রয়েছেন মৌনি রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় । আর সঞ্চালনায় থাকছেন অঙ্কুশ হাজরা ।

অঙ্কুশ এর আগের সিজনেও ছিলেন সঞ্চালনায় । তবে, তাঁর সঙ্গে জুটিতে ছিলেন বিক্রম চট্টোপাধ্যায় । এবার অঙ্কুশকে একাই সামলাতে হবে মঞ্চটি । অভিনয় জাদু এবং কমেডিয়ান ইমেজ সবের মিশেলে এর আগেও সঞ্চালনায় সকলের মন মাতিয়েছিলেন অঙ্কুশ । এবার আরও একবার তাঁর সামনে বড় চ্যালেঞ্জ । উল্লেখ্য, শ্রাবন্তী এবং শুভশ্রীকে এর আগেও দেখা গিয়েছে ডান্স রিয়ালিটি শো'র মঞ্চে।

আরও পড়ুন:প্রতীক্ষার অবসান, অবশেষে মেয়ের মুখ দেখালেন পিগি চপস

এই মরশুমের ট্যাগলাইন 'নাচবে গোটা বাংলা'। সুতরাং বোঝাই যাচ্ছে সারা বাংলা থেকেই আসছেন প্রতিযোগীরা । এখানে বয়সের কোনও সীমারেখা নেই । 11 ফেব্রুয়ারি থেকে শনি ও রবি রাত সাড়ে ন'টায় সম্প্রচারিত হবে 'ডান্স বাংলা ডান্স সিজন 12'।

ABOUT THE AUTHOR

...view details