নয়াদিল্লি, 11 অগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লি এইমসে ভর্তি হয়েছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৷ সূত্রের খবর, রাতেই শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ আশার কথা এই মুহূর্তে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ হোটেলে জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত এই প্রথিতযশা কমিডিয়ান(Raju Srivastava heart attack) ৷
খবর অনুযায়ী, 59 বছর বয়সি এই কমেডিয়ান দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ সেখানে জিম করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷ রাজুর ভাই অশোক শ্রীবাস্তব বুধবার রাতে বলেন, " নিয়মিত তিনি যেমন ব্যায়াম করেন তেমনই করছিলেন ৷ এরই মধ্যে যখন তিনি ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন, তখন তিনি হঠাৎ নিচে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁকে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷"