ওয়াশিংটন, 30 অগস্ট: 94তম আকাদেমি পুরস্কার (অস্কার পুরস্কার 2022)-এর মঞ্চে হলিউড তারকা উইল স্মিথের স্ত্রীকে নিয়ে মজা করতে গিয়ে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় কমেডিয়ান ক্রিস রককে(Chris Rock Controversy) ৷ মেজাজ হারিয়ে তাঁকে মঞ্চেই চড় মেরে বসেন অভিনেতা উইল স্মিথ ৷ এই ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আগুনের মতই ৷ এরপর তীব্র সমালোচনার মুখে পড়েন স্মিথ। আবার একপক্ষ সমালোচনা শুরু করেন ক্রিস রকেরও ৷
উইল স্মিথ অবশ্য় ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন রকের কাছে ৷ ইনস্টা পোস্ট করে তিনি লেখেন, "আমি সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস ৷ আমি সীমা লঙ্ঘন করেছি এবং আমি ভুল ছিলাম ৷ আমি মর্মাহত এবং আমার কাজ সেই মানুষটার মত ছিল না যা আমি হতে চাই ৷ ভালবাসা এবং সহৃদয় এই পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই ৷ যে কোনও অর্থেই হিংসা হল বিষাক্ত এবং ধ্বংসকারী ৷ আকাডেমি পুরস্কারের মঞ্চে যে কাণ্ড আমি ঘটিয়েছি তা মেনে নেওয়া যায় না ৷ আমার খরচের ওপর হাসি ঠাট্টা কাজেরই একটা অংশ কিন্তু আমার স্ত্রীর শারীরিক অবস্থার জন্য ঠাট্টাটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল আমি আবেগের বশে এই কাণ্ড করেছি ৷"