পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Chris Rock Controversy চড় কাণ্ডের পর বড় সিদ্ধান্ত, অস্কার মঞ্চে আর সঞ্চালনা করবেন না রক - অস্কার মঞ্চে আর সঞ্চালনা করবেন না রক

স্মিথের চড় কাণ্ডের পর বড় সিদ্ধান্ত এবারও ক্রিস রকের কাছে অস্কার পুরস্কারের মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল (Chris Rock Controversy) ৷ তবে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন অভিনেতা (Chris Rock Declines Offer To Host Oscars ) ৷

Chris Rock Controversy
চড় কাণ্ডের পর বড় সিদ্ধান্ত, অস্কার মঞ্চে আর সঞ্চালনা করবেন না রক

By

Published : Aug 30, 2022, 1:30 PM IST

ওয়াশিংটন, 30 অগস্ট: 94তম আকাদেমি পুরস্কার (অস্কার পুরস্কার 2022)-এর মঞ্চে হলিউড তারকা উইল স্মিথের স্ত্রীকে নিয়ে মজা করতে গিয়ে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় কমেডিয়ান ক্রিস রককে(Chris Rock Controversy) ৷ মেজাজ হারিয়ে তাঁকে মঞ্চেই চড় মেরে বসেন অভিনেতা উইল স্মিথ ৷ এই ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আগুনের মতই ৷ এরপর তীব্র সমালোচনার মুখে পড়েন স্মিথ। আবার একপক্ষ সমালোচনা শুরু করেন ক্রিস রকেরও ৷

উইল স্মিথ অবশ্য় ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন রকের কাছে ৷ ইনস্টা পোস্ট করে তিনি লেখেন, "আমি সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস ৷ আমি সীমা লঙ্ঘন করেছি এবং আমি ভুল ছিলাম ৷ আমি মর্মাহত এবং আমার কাজ সেই মানুষটার মত ছিল না যা আমি হতে চাই ৷ ভালবাসা এবং সহৃদয় এই পৃথিবীতে হিংসার কোনও স্থান নেই ৷ যে কোনও অর্থেই হিংসা হল বিষাক্ত এবং ধ্বংসকারী ৷ আকাডেমি পুরস্কারের মঞ্চে যে কাণ্ড আমি ঘটিয়েছি তা মেনে নেওয়া যায় না ৷ আমার খরচের ওপর হাসি ঠাট্টা কাজেরই একটা অংশ কিন্তু আমার স্ত্রীর শারীরিক অবস্থার জন্য ঠাট্টাটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল আমি আবেগের বশে এই কাণ্ড করেছি ৷"

তবে এই ঘটানার পর এবার এক বড় সিদ্ধান্ত নিলেন রক (Chris Rock Declines Offer To Host Oscars )৷ জানা গিয়েছে এবারও রকের কাছে অস্কার পুরস্কারের মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তবে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন অভিনেতা ৷ অর্থাৎ 2023 সালে আর হোস্ট হিসাবে দেখা যাবে না রককে (Chris Rock Oscars 2023 )৷ যদিও ইতিমধ্যেই উইল স্মিথও অস্কার পুরস্কার প্রদানকারী সংস্থা থেকে পদত্যাগ করেছেন । তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ শুরু করেছিল আকাদেমি ৷ তবে তার আগেই পদত্যাগ করেন তিনি ৷ ইতিমধ্যে উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে ।

আরও পড়ুন:তেন্ডুলকর নন, আরেক সারার সঙ্গে ডিনার ডেটে গিয়ে ক্যামেরাবন্দি শুভমান

আগেই অভিনেতা উইল স্মিথ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি আকাদেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদ থেকে পদত্যাগ করছি ৷ প্রতিষ্ঠান আমাকে যা খুশি শাস্তি দিতে পারে, আমি তা মেনে নেব । আমার কর্মের জন্য যেকোনও ধরনের পরিণতি মেনে নিতে প্রস্তুত। সেদিন আমি যা করেছি তা খুবই লজ্জাজনক এবং মর্মান্তিক ঘটনা ।"

ABOUT THE AUTHOR

...view details