মুম্বই, 16 জুলাই: অভিনেত্রী ছবি মিত্তালের নামটা আজ নেটিজেনদের কাছে একটু অন্যভাবে পরিচিত ৷ সম্প্রতি স্তন ক্যানসারের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে ফিরেছেন তিনি ৷ এর আগেই গর্বের সঙ্গে শরীরের আঘাতের ক্ষতচিহ্ন নিয়ে ক্যামেরার সামনে এসেছিলেন তিনি ৷ তিনি যুদ্ধ জয়ী, ফলে চিহ্ন তো লুকোনোর কিছু নেই ৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন লেজার ট্রিটমেন্ট করে দাগ সরিয়ে ফেলতে, তবে তা ছবি করেননি ৷
এবার খোলামেলা বক্ষ বিভাজিকার ছবি পোস্ট করার জন্য নেটিজেনদের রোষের মুখে পড়তে হল অভিনেত্রীকে ৷ তবে ছবি তাঁর মতো করেই এর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ নীতি পুলিশদের আক্রমণকে সোজা ব্যাটে উড়িয়ে দিয়ে তিনি লিখেছেন, "এখানে আমি দু'টি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছি । একটি হল আমার স্তন ক্যানসারের কথা সকলকে জানানোর পোস্ট, আর অন্যটি আমার ক্যানসার-পরবর্তী পুনরুদ্ধার এবং অগ্রগতির একটি দৃষ্টান্ত ৷ দু'টি ছবিতেই আমি একই পোশাক পরেছি ৷ দু'টি ছবিতেই আামার স্তন কিছুটা দেখা যাচ্ছে ৷ আসলে প্রথম ছবিটিতে আমি আমার টিশার্ট খুলেই ফেলেছি ৷"
অভিনেত্রী স্পষ্ট তাঁর মত প্রকাশ করে লেখেন, "যে পোস্টে ক্যানসারের কথা ঘোষণা করেছি, সেখানে যদিও আমার স্তন একটু বেশিই দেখা যাচ্ছে । আসলে আমি ক্যানসার নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম । সামনে যা আসছে সেই ভয়ের সঙ্গে লড়াই করার চেষ্টাই চালিয়ে যাচ্ছিলাম ৷ আমি আবার মতো হতে পারব কি না, নাকি আমায় আবার একটা আপোসের জীবন বেছে নিতে হবে... এক্ষেত্রে বক্ষবিভাজিকার কথা উল্লেখ না করেই প্রচুর প্রশংসা করেছেন নেটিজেনরা ৷"