পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Chandan Sen: বিদেশে সম্মানিত চন্দন সেন, রাশিয়ার ফিল্ম ফেস্টিভ্যালে মিলল শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার - চন্দন সেন

রাশিয়ার 'প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসব'-এ শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন (Chandan Sen gets Best Actor Award) ৷

Etv Bharat
Chandan Sen

By

Published : Sep 17, 2022, 5:06 PM IST

Updated : Sep 17, 2022, 5:32 PM IST

মস্কো, 17 সেপ্টেম্বর: বিদেশে সম্মানিত চন্দন সেন ৷ অভিনন্দন বন্দ্যোপাধ্যায় নির্দেশিত 'দ্য ক্লাউড এন্ড ম্যান' ছবিতে অভিনয়ের জন্য রাশিয়ার 'প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসব'-এ শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব (Chandan Sen gets Best Actor Award) ৷

সম্প্রতি মুক্তি পেয়েছে চন্দন সেন অভিনীত বাংলা ছবি 'শর্ট কাট' । এই মুহূর্তে 'এক্কা দোক্কা' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি । ক'দিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো'। সেখানেও দাপিয়ে অভিনয় করেছেন তিনি ৷ একাধিক বাংলা ছবি, ধারাবাহিক সর্বোপরি নাট্যজগতে তাঁর নাম সদা উজ্জ্বল ।

অভিনেতাকে এদিন শুভেচ্ছা জানিয়ে প্রখ্যাত অভিনেতা শঙ্কর দেবনাথ লিখেছেন, "চন্দন সেন আজ বিদেশী পুরস্কার পেয়েছে বলে আমি একদমই চমৎকৃত নই । বরং লজ্জিত এই ভেবে যে আমাদের ইন্ডাস্ট্রি ওঁর মতো অভিনেতাকে সেভাবে ব্যবহারই করতে পারল না । আরও অনেক আগে আমাদের দেশ থেকেই ওঁর এই স্বীকৃতি পাওয়ার কথা ছিল । কিন্তু বিদেশ চিনিয়ে না দিলে যে আমরা চিনতে পারি না । এ আমাদের আজন্মের অক্ষমতা । অথচ ওঁর মতো অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে ক'জন আছেন তা দূরবীন দিয়ে খুঁজতে হয় । ঠিক লোককে ঠিক জায়গা দিতে না পারাটা শুধু ইন্ডাস্ট্রির অক্ষমতা নয়, যথেষ্ট লজ্জার এবং ক্ষতির বিষয় । চন্দনদা অভিনীত একটি ছবি চলছে নন্দন 1-এ । পারলে গিয়ে দেখে আসুন । খালি চন্দন সেনের অভিনয়ের জন্যই ছবিটা তিনবার দেখা যায় ।" শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায়ও ।

আরও পড়ুন: জীবনের উপলব্ধির গল্পে প্রথম ফিল্ম, মুক্তির আগে মুখোমুখি সকন্যা নচিকেতা

Last Updated : Sep 17, 2022, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details