কলকাতা, 8 মে : বাঙালির উৎসব অনুষ্ঠান মানেই টিভির পর্দায় তার উদযাপন । দুর্গাপুজো হোক বা কালী পুজো কিংবা ক্রিস্টমাস ডে কিংবা পয়লা বৈশাখ কোনওটাই বাদ পড়ে না টিভির পর্দায় (Rabindra Jayanti on TV screens) । এবারেও অন্যথা হবে না তার ।
25 শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ৷ বাঙালির সেলিব্রেশনের আরও একটা দিন । বাংলা টেলিভিশনের পর্দাতেও এদিন থাকছে দারুণ সব চমক । বিশ্বকবিকে নাচে, গানে, আবৃত্তি, কবিতায় বরণ করে নেবে দুটি জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল ৷ হরেক রকমের পারফরমেন্স দর্শককে মাতিয়ে তুলবে 'মিঠাই', 'খড়কুটো', 'ধুলোকণা' পরিবার ।
আরও পড়ুন :Dhulokona: লালন তুমি কার ?
মিঠাইয়ের পরনে হলুদ রঙের শাড়ি, লাল ব্লাউজ, মাথায় ফুল, কানে ঝুমকো, গলায় হার পরে দিব্যি দেখাচ্ছে মিঠাই রানিকে । ওদিকে রিকি হাজির রক ব্যান্ড ইমেজে । মাথায় ফেট্টি, ক্যাজুয়াল শার্টে সে একেবারে রকস্টার । ধুলোকণাতে কমলিনী, ফুলঝুরিকে লাল পাড় সাদা শাড়ি ও মিঠাই সিরিয়ালে মিঠাইকে দেখা যাবে হলুদ শাড়িতে ৷ লালন পরবে লাল ফুলকারি কাজ করা সাদা পাঞ্জাবি । বাকিদের সাজপোশাকেও আছে চমক । এদিন টিভির পর্দায় থাকবে সকলের দারুণ সব পারফরমেন্স ।
বলাবাহুল্য, টিআরপি'র দৌড়ে প্রত্যেকেই একে অপরের থেকে পিছিয়ে বা এগিয়ে । এই বিশেষ বিশেষ দিনেও তারা নিজেদের টিআরপি বাড়ানোর লক্ষ্য়ে থাকে অটুট । তাই যতটা সম্ভব নতুনত্ব এনে অনুষ্ঠান পরিবেশন করতে চায় প্রত্যেকটি চ্যানেল । কোন চ্যানেলে উৎসব পালন কতটা রঙিন হয় সেদিকে চোখ থাকে দর্শকেরও । সেরকমই আরেকটি দিন দোরগোড়ায় । চোখ রাখুন টিভির পর্দায় ।