হায়দরাবাদ, 14 জুন:আসছে'বিগ বস ওটিটি'-র সিজন 2 ৷ এই ঘোষণার পর থেকেই শো নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে ৷ বিশেষত সলমন খান এই শোয়ের সঞ্চালনা করবেন এই ঘোষণার পর আলোচনা আরও বেড়েছে ৷ কারা কারা আসবেন এবারের এই শো'য়ে ৷ সলমন কাদের আনতে চলেছেন বিগ বসের এই মায়াবী মহলে তা নিয়েও আগ্রহের শেষ নেই ৷ এবার জিও সিনেমা সামনে নিয়ে এল সেই সমস্ত প্রতিযোগীদের নাম এবং পরিচয় ৷
প্রথম সিজনে এই শো'য়ের সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন পরিচালক করণ জোহর ৷ এবার তাঁর বদলে দায়িত্ব সামলাবেন সলমন ৷ তাঁকে এবার দেখা যাবে প্রতিযোগীদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে ৷ সম্প্রতি জিও সিনেমা যে পোস্টারটি রিলিজ করেছে তাতে রহস্যময় ভাবে দেখানো হয়েছে প্রতিযোগীদের ফার্স্ট লুক ৷ কেউ ক্যামেরাবন্দি হয়েছেন পিছন দিক থেকে আবার কারও মুখ ঝাপসা ৷ বোঝাই যায় রহস্য়টা এখনই ফাঁস করতে চান না নির্মাতারা ৷
তবে জানা গিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রাক্তন স্ত্রী আলিয়া যোগ দেবেন প্রতীক্ষিত এই শো'য়ে ৷ সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন তিনি ৷ আর সেই কারণেই রীতিমতো চর্চাতেও উঠে আসেন আলিয়া ৷ তারপর কয়েকদিন আগেই তাঁকে এক অচেনা পুরুষের সঙ্গে দেখা গিয়েছে ৷ আলিয়া নিজেই জানিয়েছেন এই ব্যক্তি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ৷ এহেন আলিয়াকে এবার দেখা যাবে 'বিগ বস ওটিটি'-র সিজন 2-তে ৷
আরও পড়ুন:প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, প্রচারে না গেলেও নতুন ছবির ট্রেলার শেয়ার স্বস্তিকার
শুধু আলিয়া নয় রয়েছেন আরও বেশ কয়েকটি পরিচিত মুখ ৷ ম্যাচমেকিংয়ের রানি হিসেবে পরিচিত সীমা তাপাড়িয়াও থাকছেন এবারের সিজনে ৷ থাকছেন জিয়া শঙ্কর, পুনীত সুপারস্টার, ফুকরা ইনসান, আকাঙ্ক্ষা পুরী, অবিনাশ সচদেব, ফলক নাজ, বেবিকা ধুরভে, মনীষা রানি, পলক পুরসওয়ানি, শ্রুতি সিনহা, সাইরাস ব্রোচা এবং কেভিন আলমসিফারও ৷