পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভিকিকে জুতো ছুড়লেন অঙ্কিতা! স্বামীর সঙ্গে অশান্তি কি শুধুই বিগ বসে নজরকাড়ার জন্য ?

Day 38 highlights of Bigg Boss 17: চলতি বিগ বসের 17তম সিজনের 38 দিন ছিল মঙ্গলবার ৷ রিয়েলিটি শোয়ের শেষের দিকে এ দিন প্রতিযোগীদের মধ্যে ঝগড়া বাঁধে ৷ নীল ভাট ও খানজাদির মধ্যে ব্যাপক ঝামেলা হয় ৷ এদিকে ভিকি জৈনের দিকে উড়ে আসে একটা স্লিপার ৷ যা ছুড়েছেন তাঁর স্ত্রী অঙ্কিতা লোখান্ডে ৷ আর কী হল গত এপিসোডে...

বিগ বস
Bigg Boss 17

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 11:20 AM IST

হায়দরাবাদ, 22 নভেম্বর: অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে বিগ বসের বাড়িতে স্বামী ভিকি জৈনের ঝগড়া নিয়ে রীতিমতো তোলপাড় নেটপাড়া ৷ ঘরের মধ্যে একাধিকবার কাঁদতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। তবে তা বেশিরভাগটাই স্বামীর ব্যবহারে আহত হয়ে ৷ আর তার সঙ্গে তো ঝগড়াঝাটি লেগেই রয়েছে অন্য প্রতিযোগীদের মধ্যে ৷ গতকাল বিগ বসের 17তম সিজনের ছিল 38 দিন ৷ এ দিন মনোনয়ন টাস্কও ছিল ৷ তার আগে বেশিরভাগ সময় সময় শান্ত থাকা নীল ভাটকে দেখা গিয়েছে চর্চিত খানজাদির সঙ্গে ঝগড়ায় জড়াতে ৷ কিন্তু সবথেকে যা অবাক করা খবর তা হল স্বামী ভিকিকে অঙ্কিতা স্লিপার ছুড়লেন ৷

এর কিছুদিন আগে শোনা গিয়েছিল, প্রেগন্যান্সি টেস্ট করিয়েছেন অঙ্কিতা। বিগ বসের টিমের পক্ষ থেকেই এই ব্যবস্থা করা হয়েছে। সেদিন অঙ্কিতা ভিকিকে বলেছিলেন, তাঁর নাকি পিরিয়ডস হচ্ছে না ৷ মাথা ব্যথা করছে ৷ তাই তিনি প্রেগন্যান্সি টেস্ট করিয়েছেন ৷ আর তা নিয়ে নেটাগরিকরা প্রশ্ন তুলেছিলেন বিগ বসের ঘরে এ কী করে সম্ভব ? উল্লেখ্য, বিগ বস 17-র বাড়িতে প্রথম দিন থেকেই ঝগড়া হচ্ছে ভিকি এবং অঙ্কিতার। ভিকির দাবি, অঙ্কিতা তাঁকে নিজের মতো করে থাকতে দিচ্ছেন না। অন্যান্য সহ প্রতিযোগীদের সঙ্গে তিনি সুসম্পর্ক তৈরি করতে চাইছেন। তাঁদের সঙ্গে কথা বলছেন। আর তা সহ্য করতে পারছেন না অঙ্কিতা।

খানজাদি এবং ইশা মালভিয়া ঝগড়ায় জড়িয়ে পড়েন:ঈশা মালভিয়া, খানজাদি, অনুরাগ ডোভাল, ভিকি জৈন, অভিষেক কুমার এবং মুনাওয়ার ফারুকি খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে এক তর্কে জড়িয়ে পড়েন। অভিষেকের পক্ষে দাঁড়ানো, সমর্থ জুরেলও জড়িয়ে পড়েন ঝগড়ায় ৷ ভিকির সঙ্গেও বাঁধে ঝামেলা ৷ ইশা বলেন যে খানজাদি 'দিমাগ' রুমের সদস্যদের তৈরি খাবারও খেয়েছিলেন। যদিও ভিকি এবং খানজাদি দৃঢ়ভাবে এই দাবি অস্বীকার করেছেন, এই বলে যে খানজাদি দিমাগ রুমের সদস্যদের দ্বারা রান্না করা কোনও খাবার খাননি। এই আলোচনা আরও তীব্র হয়ে ওঠে কারণ ইশা, ভিকি জৈনের রুমমেটদের দ্বারা তৈরি খাবার খাওয়ার পরে খানজাদির সততা নিয়ে প্রশ্ন তোলেন। তারপরই ইশা এবং খানজাদির মধ্যে অশান্তি বাঁধে ৷

ভিকি জৈনের দিকে স্লিপার ছুড়ে মারেন অঙ্কিতা লোখান্ডে:যখন ভিকি এবং খানজাদি, ইশা মালভিয়ার করা অভিযোগ অস্বীকার করেন, অঙ্কিতা লোখান্ডে সেখানে আসেন। অঙ্কিতা প্রকাশ করেছেন যে তিনি খানজাদিকে দিমাগ রুমের সদস্যদের দ্বারা তৈরি খাবার গ্রহণ করতে দেখেছেন। ভিকি জৈন মজার অঙ্গভঙ্গিমা করছেন ৷ অঙ্কিতার ঘাড়টি পিছন থেকে চেপে ধরে তাঁকে তাঁর দিকে টেনে নিয়েছিলেন। এরপর অঙ্কিতা ভিকিকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতেই ভিকি তাঁকে পিছন থেকে ধরে তাঁর হাত ধরে।

এই হালকা আলাপচারিতার মাঝে, অঙ্কিতা ভিকির পিছু নেয়, তাঁকে আঘাত করার চেষ্টা করে। যখন তিনি থামলেন না, তখন তিনি তাঁর চপ্পল দু'টি খুলে ফেলে ভিকিকে ছুঁড়ে মারেন ৷ অঙ্কিতার এই আচরণে অন্যান্য প্রতিযোগীরা বেশ মজা নিয়েছেন ৷

পরবর্তীতে মনোনয়ন টাস্কে যাঁরা মনোনীত হয়েছেন- জিগনা ভোরা, সানা রইস খান, অঙ্কিতা লোখান্ডে এবং সানি, যিনি তেহেলকা ভাই নামেও পরিচিত।

আরও পড়ুন:

অনন্যার আছে 'নাইট ম্যানেজার', অজয়ের শত্রু খোদ করণ; বলিউডের 'বিটারসুইট' গল্প কফি কাউচে

বাবার চুম্বন দৃশ্য নিয়ে কফি কাউচে করণের প্রশ্নের মুখে সানি, অস্বস্তি ঢাকতে চরম উত্তর দিলেন !

ABOUT THE AUTHOR

...view details