প্রিয় কাশ্মীর,
প্রথমেই তোমায় বলতে ইচ্ছে করছে 'aye waadi shehzadi bolo kaisi ho ?'
তোমার তো একেক সময় একেক রূপ । কখনও হলদে সাদা টিউলিপ ফুলে, কখনও সবুজ-লাল আপেলে তো কখনও কমলা চিনার পাতায় সেজে ওঠো । আবার কখনও বেগুনি রঙের কেশরের ফুলে ভরিয়ে দাও মাঠ-ঘাট । আর এখন তো তুমি সাদা চাদরে ঢেকে ঘুমিয়ে আছ ৷ কারণ এখন চলছে 'চিলাই কলান'- মানে টানা 40 দিন কনকনে শীত । বাড়ির চাল থেকে রাস্তা, গাছপালা সব বরফে ঢাকা, দুষ্টু বাচ্চারা রাস্তা থেকে বরফ তুলে খেয়ে নেয় । কিছুদিনের মধ্যে ডাল লেক জমে যাবে আর সেখানে বাচ্চা-বুড়ো সবাই ক্রিকেট খেলায় মাতবে । সবই হচ্ছে, হবে । শুধু আমিই নেই...
বরফে ঘেরা শালবাগ, সিন্ধু নদীর ধারে চুপ করে বসে থাকতে চাই, শহুরে কোলাহল থেকে শত হস্ত দূরে । চাই পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে দূর থেকে ভেসে আসা আজানের সুরে হারিয়ে যাক আমাদের কথা । বোবা হয়ে থাকাতেও আনন্দ হয় যখন দু'দিন কুয়াশার পর হঠাৎ পাহাড় চূড়ার সোনা রোদ হাতছানি দিয়ে আরও কাছে ডাকে । তোমার দিকে তাকিয়েই এক যুগ পার করে দেওয়া যায় । নাহলে বলো, ইউসুফ শাহ চক গৌরী মার্গে এসে এমন প্রেমে পড়ল যে তার আর ফেরা হল না । ফুলে ভরা গৌরী মার্গের নাম পালটে করে দিল 'গুলমার্গ'। তার স্ত্রী হববা খাতুন বিখ্যাত শায়ের হয়ে উঠল এই তোমার কোলেই ।