পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bengali Serial Sunethra: 'সুনেত্রা' নাম নিয়ে তেলুগু ধারাবাহিক 'নেত্রা' ফিরছে বাংলায় - Bengali Serial Sunethra

তেলুগু ধারাবাহিক 'নেত্রা' এবার আসছে বাংলা চ্যানেলে । 'নেত্রা'-র ডাবিং-এর পর তার নতুন নাম হতে চলেছে 'সুনেত্রা' (Bengali Serial Sunethra)৷

Bengali Serial Sunethra
'সুনেত্রা' নাম নিয়ে তেলুগু ধারাবাহিক 'নেত্রা' ফিরছে বাংলায়

By

Published : Nov 11, 2022, 12:34 PM IST

কলকাতা, 11 নভেম্বর: ফের নাগিনের গল্প বাংলা টেলিভিশনে । তেলুগু ধারাবাহিক 'নেত্রা' এবার আসছে বাংলা চ্যানেলে । 'নেত্রা'-র ডাবিং-এর পর তার নতুন নাম হতে চলেছে 'সুনেত্রা' ৷ সুনেত্রা আসলে একজন নাগকন্যা । সুনেত্রা ফিরে এসেছে তার সাত জন্মের প্রতিশোধ নিতে । রাক্ষস দমন করে নাগমণিকে সুরক্ষিত করতে চায় সে । আর রাক্ষস দমনের এক মাত্র উপায় এক নাগিনের সঙ্গে এক মানুষের প্রণয়(Nethra is Coming as Sunethra in Bengali ) ।

তেলুগু ধারাবাহিক 'নেত্রা' এবার আসছে বাংলা চ্যানেলে

কী হবে এরপর? সুনেত্রা কি পারবে নাগমণিকে সুরক্ষিত করতে? সহজ কথায় বলতে গেলে এই গল্প হলো এক নাগকন্যার প্রণয় ও প্রতিশোধের গল্প (Telugu Serial Nethra in Bengali )। আগামী 14 নভেম্বর থেকে সন্ধ্যে সাতটায় সম্প্রচারিত হবে ফ্যান্টাসি এবং থ্রিলারধর্মী এই ধারাবাহিক । এই ধারাবাহিকের পরিচালক রাজ কাপুর । মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন শিবানী তোমর । মুখ্য পুরুষ চরিত্রে রয়েছেন প্রেম জ্যাকব এবং খল নায়কের চরিত্রে আছেন ভরদ্বাজ । এদেরকে এবার চেনার পালা বাঙালি দর্শকের ( Bengali Serial Sunethra)।

আগামী 14 নভেম্বর থেকে সন্ধ্যে সাতটায় সম্প্রচারিত হবে ফ্যান্টাসি এবং থ্রিলারধর্মী এই ধারাবাহিক

প্রসঙ্গত, 'রাশি’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘বৌ কথা কও’, ‘মা’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’, ‘ভুতু’, ‘খোকাবাবু’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘বকুলকথা’, ‘সাঁঝের বাতি’, 'ভজগোবিন্দ', 'নেতাজি'-- গত কয়েক বছরে রিমেকের তালিকাটা নেহাত ছোট নয় । এগুলি সবই আগে বাংলায় সম্প্রচারিত হওয়ার পরে সম্প্রচারিত হয়েছে হিন্দিতেও । জানা গিয়েছে 'গাঁটছড়া' ধারাবাহিকটিও তৈরি হচ্ছে হিন্দি ভাষায় । সুতরাং ডাবিং কাজে লাগিয়ে হোক বা রিমেক, বাংলা ধারাবাহিক পাড়ি দিচ্ছে অন্য ভাষার দর্শকদের কাছেও ।

মুখ্য পুরুষ চরিত্রে রয়েছেন প্রেম জ্যাকব এবং খল নায়কের চরিত্রে আছেন ভরদ্বাজ

আরও পড়ুন:'আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' এ এবার 'ওয়ান অ্যান্ড ওনলি রে'

অন্যদিকে আবার দক্ষিণী ছবিও বেশ জায়গা করে নিয়েছে বাংলায় ৷ পুষ্পা, বাহুবলীদের ভক্তের সংখ্য়া কিন্তু খোদ কলকাতাতেও কিন্তু কম নয় ৷ তাই এবার তেলুগু ভাষার ধারাবাহিক কড়া নাড়ছে বাংলার ঘরে ঘরে । 'সুনেত্রা' কতখানি সেই জায়গা ধরে রাখতে পারে সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details